ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডে সংস্কার চায় এডিবি

  • আপডেট সময় : ০২:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এবিআর) সংস্কার চায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। নানা ধরনের পাঁচ প্রকল্পে ২৩ কোটি ডলার দিতে চায় সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিংয়ের সঙ্গে এক সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানান। পরিকল্পনা মন্ত্রী বলেন, এডিবি বাজেট সহায়তা দেয়। এডিবি চায় জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার হোক। এটা আমাদেরও প্রত্যাশা, কারণ এনবিআর সংস্কার না হলে আমাদের লক্ষ্য পূরণ কীভাবে হবে! তিনি বলেন, নানা ধরনের পাঁচ প্রকল্পে ২৩ কোটি ডলার (প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা) দিতে চায় এডিবি। এডিবি টাকা নিয়ে প্রস্তুত, আমরা প্রস্তুত হলেই এটা ছাড় হয়ে যাবে। বন্যায় দেশে সড়ক, খাবার পানি ও রেলপথের অনেক ক্ষতি হয়েছে। এসব কাজে এডিবি আমাদের সহায়তা দেবে। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, আমরা সরকারকে বলেছি রাজস্ব বোর্ডকে সংস্কারের জন্য। আমরা সব সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকি। বন্যায় দেশের অনেক ক্ষতি হয়েছে, এসব অবকাঠামো সংস্কারে আমরা সহায়তা দেবো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাতীয় রাজস্ব বোর্ডে সংস্কার চায় এডিবি

আপডেট সময় : ০২:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এবিআর) সংস্কার চায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। নানা ধরনের পাঁচ প্রকল্পে ২৩ কোটি ডলার দিতে চায় সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিংয়ের সঙ্গে এক সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানান। পরিকল্পনা মন্ত্রী বলেন, এডিবি বাজেট সহায়তা দেয়। এডিবি চায় জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার হোক। এটা আমাদেরও প্রত্যাশা, কারণ এনবিআর সংস্কার না হলে আমাদের লক্ষ্য পূরণ কীভাবে হবে! তিনি বলেন, নানা ধরনের পাঁচ প্রকল্পে ২৩ কোটি ডলার (প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা) দিতে চায় এডিবি। এডিবি টাকা নিয়ে প্রস্তুত, আমরা প্রস্তুত হলেই এটা ছাড় হয়ে যাবে। বন্যায় দেশে সড়ক, খাবার পানি ও রেলপথের অনেক ক্ষতি হয়েছে। এসব কাজে এডিবি আমাদের সহায়তা দেবে। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, আমরা সরকারকে বলেছি রাজস্ব বোর্ডকে সংস্কারের জন্য। আমরা সব সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকি। বন্যায় দেশের অনেক ক্ষতি হয়েছে, এসব অবকাঠামো সংস্কারে আমরা সহায়তা দেবো।