নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপন করবে সরকার। প্রতি বছর ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। তিনি বলেন, প্রতি বছর ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস (ঘধঃরড়হধষ ঊীঢ়ধঃৎরধঃবং’ উধু)’ ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপান করা হবে।
জাতীয় প্রবাসী দিবস ৩০ ডিসেম্বর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ