ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী ও এনসিপি

  • আপডেট সময় : ০৯:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আর জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করা যেতে পারে।

আব্দুল্লাহ মো. তাহের বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে যেভাবে হামলা হয়েছে তা ন্যক্কারজনক, দুঃখজনক বলাতে কাভার করে না। নুরের ওপরে হামলা হয়েছে, এর ষড়যন্ত্র গভীরে। এর সঙ্গে যারা যারা জড়িত তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। সুতরাং তাদের ব্যাপারে সেরকম সিদ্ধান্তই নেওয়া যেতে পারে, বলেও আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষে অংশ নেন ৪ নেতা। তাহের ছাড়া অন্যরা হলেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।

জাপার কার্যক্রম স্থগিতে সরকারের কার্যকর পদক্ষেপ চায় এনসিপি: জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

ছবি সংগৃহীত

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের এক বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো দেখতে পাচ্ছি, যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাদের নিরাপত্তা সেই বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম শহীদ পরিবাররা তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কিছু শহীদ পরিবারের সদস্যরা আহত হন। আমরা সরকারের কাছে শহীদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছেন, তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছি। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে আমাদের প্রবাসী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে বেশ কিছু লোক আটক হয়েছিল। তাদেরকে বের করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে। এখনো সেখানে ২৫ জন আইনি জটিলতায় আছেন। সে বিষয়ে যেন সরকার উদ্যোগ নেয় সে বিষয়টিও আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এনসিপির এই নেতা বলেন, সরকারের পক্ষ থেকে একটি গুম কমিশন করা হয়েছে। গতকালকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল এবং সেই গুম কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে, গত ১৫ বছর ধরে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম হয়েছে, সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অভিযোগ আসছে এবং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার মধ্যে যেসব সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত, তাদের বিষয়ে যেন সুস্পষ্ট ব্যবস্থা নেয়।

একইসঙ্গে আমরা যে বিষয়টি আশঙ্কা করছি, বাংলাদেশে গত ১৫ বছরে যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছিলাম রাষ্ট্রীয় সংস্থা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করতো। গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ ৫৫ বা ৫৪ বছরের যে রাজনৈতিক সংকট, একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরাচার মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, তার স্থায়ী সমাধানের জন্য হবে বলে আমরা মনে করি। আগামী নির্বাচনটি যেন গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করার কথা বলেছি, বলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেই ঘোষণাপত্রে সরকার উল্লেখ করেছে, গত তিনটি নির্বাচনে ফ্যাসিস্ট সরকার এখানে চেপে বসেছিল। ফলে সেই তিনটি অবৈধ নির্বাচনে সরাসরি ফ্যাসিস্টের সহযোগী হিসেবে এবং নির্বাচনকে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টি সরাসরি অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, গত নির্বাচনে আপনারা দেখেছেন জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টারগুলো করা হয়েছে, সেখানে তারা বর্তমান যে জাতীয় পার্টির দুই গ্রুপের যে মহাসচিব মজিবুল হক চুন্নু এবং শামীম হায়দার পাটোয়ারী তাদের পোস্টারের সুস্পষ্ট লেখা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে অবস্থান নিয়েছে। নিষিদ্ধ সংগঠনের বিষয়ে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরো বেশি কার্যকর হয়, সে বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি।

আরিফুল ইসলাম আদীবক বলেন, সরাসরি নারীর আসনে নারীদের প্রার্থীর বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য তা ১০০ আসনে সরাসরি যেন ভোটের বিষয়টি তারা দেখে। আর ইসির পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে যে ৩১ অক্টোবরে যাদের বয়স ১৮ হবে, শুধুমাত্র তারা ভোট দিতে পারবে। তার মানে আগামী ছয় মাস পরে যে নির্বাচনটি হবে ওইদিনও যদি কারো বয়স ১৮ হয় সে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরিস্থিতিতে আমাদের এই গণঅভ্যুত্থানে তরুণদের সরাসরি সক্রিয় যে অংশগ্রহণ করেছিল, সেই জায়গা থেকে আমরা মনে করি এটিকে আরেকটু নমনীয় হয়ে ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যেন সরাসরি নির্বাচন অংশগ্রহণ করতে পারে সেই জায়গাটিতে যেন আমলে নেওয়া হয়।’

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিতে বিএনপির আট সদস্যের একটি প্রতিনিধিদল রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার পর প্রতিনিধিদলটি যমুনায় পৌঁছায়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধিদলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন—দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিকেল সাড়ে ৪টায় জামায়াত নেতারা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী ও এনসিপি

আপডেট সময় : ০৯:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আর জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করা যেতে পারে।

আব্দুল্লাহ মো. তাহের বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে যেভাবে হামলা হয়েছে তা ন্যক্কারজনক, দুঃখজনক বলাতে কাভার করে না। নুরের ওপরে হামলা হয়েছে, এর ষড়যন্ত্র গভীরে। এর সঙ্গে যারা যারা জড়িত তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। সুতরাং তাদের ব্যাপারে সেরকম সিদ্ধান্তই নেওয়া যেতে পারে, বলেও আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষে অংশ নেন ৪ নেতা। তাহের ছাড়া অন্যরা হলেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।

জাপার কার্যক্রম স্থগিতে সরকারের কার্যকর পদক্ষেপ চায় এনসিপি: জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

ছবি সংগৃহীত

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের এক বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো দেখতে পাচ্ছি, যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাদের নিরাপত্তা সেই বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম শহীদ পরিবাররা তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কিছু শহীদ পরিবারের সদস্যরা আহত হন। আমরা সরকারের কাছে শহীদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছেন, তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছি। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে আমাদের প্রবাসী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে বেশ কিছু লোক আটক হয়েছিল। তাদেরকে বের করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে। এখনো সেখানে ২৫ জন আইনি জটিলতায় আছেন। সে বিষয়ে যেন সরকার উদ্যোগ নেয় সে বিষয়টিও আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এনসিপির এই নেতা বলেন, সরকারের পক্ষ থেকে একটি গুম কমিশন করা হয়েছে। গতকালকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল এবং সেই গুম কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে, গত ১৫ বছর ধরে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম হয়েছে, সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অভিযোগ আসছে এবং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার মধ্যে যেসব সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত, তাদের বিষয়ে যেন সুস্পষ্ট ব্যবস্থা নেয়।

একইসঙ্গে আমরা যে বিষয়টি আশঙ্কা করছি, বাংলাদেশে গত ১৫ বছরে যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছিলাম রাষ্ট্রীয় সংস্থা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করতো। গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ ৫৫ বা ৫৪ বছরের যে রাজনৈতিক সংকট, একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরাচার মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, তার স্থায়ী সমাধানের জন্য হবে বলে আমরা মনে করি। আগামী নির্বাচনটি যেন গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করার কথা বলেছি, বলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেই ঘোষণাপত্রে সরকার উল্লেখ করেছে, গত তিনটি নির্বাচনে ফ্যাসিস্ট সরকার এখানে চেপে বসেছিল। ফলে সেই তিনটি অবৈধ নির্বাচনে সরাসরি ফ্যাসিস্টের সহযোগী হিসেবে এবং নির্বাচনকে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টি সরাসরি অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, গত নির্বাচনে আপনারা দেখেছেন জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টারগুলো করা হয়েছে, সেখানে তারা বর্তমান যে জাতীয় পার্টির দুই গ্রুপের যে মহাসচিব মজিবুল হক চুন্নু এবং শামীম হায়দার পাটোয়ারী তাদের পোস্টারের সুস্পষ্ট লেখা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে অবস্থান নিয়েছে। নিষিদ্ধ সংগঠনের বিষয়ে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরো বেশি কার্যকর হয়, সে বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি।

আরিফুল ইসলাম আদীবক বলেন, সরাসরি নারীর আসনে নারীদের প্রার্থীর বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য তা ১০০ আসনে সরাসরি যেন ভোটের বিষয়টি তারা দেখে। আর ইসির পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে যে ৩১ অক্টোবরে যাদের বয়স ১৮ হবে, শুধুমাত্র তারা ভোট দিতে পারবে। তার মানে আগামী ছয় মাস পরে যে নির্বাচনটি হবে ওইদিনও যদি কারো বয়স ১৮ হয় সে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরিস্থিতিতে আমাদের এই গণঅভ্যুত্থানে তরুণদের সরাসরি সক্রিয় যে অংশগ্রহণ করেছিল, সেই জায়গা থেকে আমরা মনে করি এটিকে আরেকটু নমনীয় হয়ে ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যেন সরাসরি নির্বাচন অংশগ্রহণ করতে পারে সেই জায়গাটিতে যেন আমলে নেওয়া হয়।’

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিতে বিএনপির আট সদস্যের একটি প্রতিনিধিদল রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার পর প্রতিনিধিদলটি যমুনায় পৌঁছায়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধিদলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন—দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিকেল সাড়ে ৪টায় জামায়াত নেতারা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।