লালমনিরহাট প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা আগে তিস্তার ন্যায্য হিস্যা এবং উত্তরবঙ্গের মানুষের জীবন-জীবিকা রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করার জোর দাবিতে বাংলাদেশ প্রেসক্লাব, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলার প্রাণকেন্দ্র মিশন মোড়ে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ নামে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ও লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নেতা এস আর শরিফুল ইসলাম রতন।
তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে নদী রক্ষা আন্দোলনের রক্ষার্থে সাংবাদিকরা জানান, তিস্তা নদীর ১৩০ কিলোমিটার চরাঞ্চলে প্রায় ১ কোটি পরিবারের বসবাস। আর এই তিস্তাকে ঘিরে চরাঞ্চলের মানুষ জীবিকা নির্ভর করে। উজানে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে তিস্তা নদীর মরণদশা হয়। শুষ্ক মৌসুমে যেমন পানির অভাবে ব্যাহত চাষাবাদ, বর্ষা মৌসুমে উজানের পানিতে নদীর তীরে বন্যা ও ভাঙনে নিঃস্ব হচ্ছেন নদী তীরবর্তী অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ। তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের এ দুর্ভোগের শেষ হচ্ছে না। কিন্তু তিস্তা মহাপরিকল্পনা চীন করবে নাকি ভারত করবে, এ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তিস্তাপাড়ের মানুষেরা হতাশ হয়েছেন।
মানববন্ধনে মিলন পাটোয়ারী (একাত্তর টেলিভিশন লালমনিরহাট), আহম্মেদুর রহমান মুকুল (সাবেক সাধারণ সম্পাদক প্রেসক্লাব, লালমনিরহাট), সাদেকুল ইসলাম (সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখা), রকিবুল ইসলাম রুবেল (সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখা), রাসেল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট) সাধন রায় (দপ্তর সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট), গোলাপ মিয়া (সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারি উপজেলা শাখা), শহিদুল ইসলাম (সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব পাটগ্রাম উপজেলা শাখা), নুরুজ্জামান আহম্মেদ (সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব কালিগঞ্জ উপজেলা শাখা), আব্দুল মান্নান (ক্রীড়া সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট)সহ বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৮/১০/২০২৫

























