ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

জাতীয় দল থেকে সরিয়ে হেম্পকে নিয়ে ভিন্ন ভাবনা বিসিবির

  • আপডেট সময় : ০৬:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রায় এক সপ্তাহ ধরে অনুশীলন করছে বাংলাদেশ। তবে দলের সঙ্গে নেই ব্যাটিং কোচ ডেভিড হেম্প। জানা গেছে, জাতীয় দলের সঙ্গে আর দেখা যাবে না তাকে। হেম্পের পাশাপাশি পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখেরও জাতীয় দলের অধ্যায় শেষ বলা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সফরে দুজনের কেউই দলের সঙ্গে নেই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেম্প ও মহসিনকে এই সফরে কোনো দায়িত্ব দেয়নি বোর্ড। “ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে থাকবেন না ডেভিড হেম্প। ব্যাটিং কোচের দায়িত্বটা প্রধান কোচ ফিল সিমন্স বা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন চালিয়ে নিতে পারবে। মহসিন শেখকেও এই সফরে রাখা হয়নি। তাদেরকে এবার কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি।” তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে কিনা জানতে চাইলে নাফীস বলেন, আপাতত এই সফর নিয়েই সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে এই দুজনের ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, মহসিনের কাজে খুব একটা খুশি নন ক্রিকেটাররা। তাই তাকে আর ফেরাবে না বোর্ড। এই সফরে ভারতীয় আকশায় হিরমাথকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাজ পর্যবেক্ষণ করে স্থায়ীভাবে রেখে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড।
গত বছরের ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে সাময়িক চুক্তিতে প্রথম বাংলাদেশের সঙ্গে কাজ করেন মহসিন। পরে মে মাস থেকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তবে সাত মাসের মাথায়ই শেষ হচ্ছে তার অধ্যায়। এখন আবু ধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের হয়ে কাজ করছেন তিনি। গত বছরে মে মাসে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে হেম্পকে এনেছিল বিসিবি। জাতীয় দলের ব্যাটিং কোচের পদে শূন্যতা দেখা দেওয়ায় গত বছরের ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে সাময়িক দায়িত্ব পান হেম্প। পরে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দুই বছরের জন্য স্থায়ী দায়িত্ব পান প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করা সাবেক ব্যাটসম্যান। তিনি ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার পর টেস্টে ১৪টি পূর্ণাঙ্গ ইনিংসের ৮টিতেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে দুইশর নিচে। সাড়ে তিনশ ছাড়াতে পেরেছে দল মোটে একবার। এই সময়ে গড় দলীয় স্কোর মাত্র ২২৬। জাতীয় দল থেকে সরানো হলেও বিসিবির সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না হেম্পের। জানা গেছে, আগের মতোই এইচপির দায়িত্বে ফিরিয়ে নেওয়া হবে হেম্পকে। এছাড়া বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ হিসেবেও ভাবা হচ্ছে তাকে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জাতীয় দল থেকে সরিয়ে হেম্পকে নিয়ে ভিন্ন ভাবনা বিসিবির

আপডেট সময় : ০৬:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রায় এক সপ্তাহ ধরে অনুশীলন করছে বাংলাদেশ। তবে দলের সঙ্গে নেই ব্যাটিং কোচ ডেভিড হেম্প। জানা গেছে, জাতীয় দলের সঙ্গে আর দেখা যাবে না তাকে। হেম্পের পাশাপাশি পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখেরও জাতীয় দলের অধ্যায় শেষ বলা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সফরে দুজনের কেউই দলের সঙ্গে নেই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেম্প ও মহসিনকে এই সফরে কোনো দায়িত্ব দেয়নি বোর্ড। “ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে থাকবেন না ডেভিড হেম্প। ব্যাটিং কোচের দায়িত্বটা প্রধান কোচ ফিল সিমন্স বা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন চালিয়ে নিতে পারবে। মহসিন শেখকেও এই সফরে রাখা হয়নি। তাদেরকে এবার কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি।” তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে কিনা জানতে চাইলে নাফীস বলেন, আপাতত এই সফর নিয়েই সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে এই দুজনের ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, মহসিনের কাজে খুব একটা খুশি নন ক্রিকেটাররা। তাই তাকে আর ফেরাবে না বোর্ড। এই সফরে ভারতীয় আকশায় হিরমাথকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাজ পর্যবেক্ষণ করে স্থায়ীভাবে রেখে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড।
গত বছরের ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে সাময়িক চুক্তিতে প্রথম বাংলাদেশের সঙ্গে কাজ করেন মহসিন। পরে মে মাস থেকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তবে সাত মাসের মাথায়ই শেষ হচ্ছে তার অধ্যায়। এখন আবু ধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের হয়ে কাজ করছেন তিনি। গত বছরে মে মাসে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে হেম্পকে এনেছিল বিসিবি। জাতীয় দলের ব্যাটিং কোচের পদে শূন্যতা দেখা দেওয়ায় গত বছরের ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে সাময়িক দায়িত্ব পান হেম্প। পরে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দুই বছরের জন্য স্থায়ী দায়িত্ব পান প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করা সাবেক ব্যাটসম্যান। তিনি ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার পর টেস্টে ১৪টি পূর্ণাঙ্গ ইনিংসের ৮টিতেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে দুইশর নিচে। সাড়ে তিনশ ছাড়াতে পেরেছে দল মোটে একবার। এই সময়ে গড় দলীয় স্কোর মাত্র ২২৬। জাতীয় দল থেকে সরানো হলেও বিসিবির সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না হেম্পের। জানা গেছে, আগের মতোই এইচপির দায়িত্বে ফিরিয়ে নেওয়া হবে হেম্পকে। এছাড়া বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ হিসেবেও ভাবা হচ্ছে তাকে।