ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে ‘সুর গৃহের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট সময় : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে ‘সুর গৃহের শ্রদ্ধাঞ্জলি- ছবি আজকের প্রত্যাশা

বিনোদন প্রতিবেদক: অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৫ সেপ্টেম্বর ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সুরগৃহ’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো মনোজ্ঞ নজরুলসংগীত সন্ধ্যা।

অনুষ্ঠানে দেশের প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল তরুণ প্রজন্মের প্রায় ২০ জন শিল্পী তিন ঘণ্টাব্যাপী কাজী নজরুলের বিভিন্ন অঙ্গের গান পরিবেশনের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- সুমন চৌধুরী, শহীদ কবির পলাশ, রতন কুমার সাহা, রেজাউল করিম, আশীষ কুমার শীল, অরুন চৌধুরী, শুদ্ধতা সাহা, প্রফেসর ড. বিশ্বজিৎ কুমার বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরগৃহের কর্ণধার রতন কুমার সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন চৌধুরী, গোলাম ফারুক, শহীদ কবির পলাশ (সাধারণ সম্পাদক, নজরুলসংগীত শিল্পী পরিষদ), প্রফেসর ড. বিশ্বজিৎ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি শিল্পী তার পরিবেশনার মাধ্যমে প্রাণের কবিকে স্মরণ করেন এবং উপস্থিত শিল্পী ও শ্রোতাবৃন্দ জাতীয় কবির সৃষ্টিকর্মের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সুরগৃহের কর্ণধার রতন কুমার সাহা ও পরিকল্পক অরুন চৌধুরী আজকের প্রত্যাশাকে জানান, সুরগৃহ মূলত নজরুলসংগীতের পাশাপাশি বিশ্বব্যাপী শুদ্ধ বাংলা গানকে ধারণ, প্রচার, প্রসারের মাধ্যমে দেশীয় সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

এসি/ওআ/আপ্র/১২/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে ‘সুর গৃহের শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বিনোদন প্রতিবেদক: অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৫ সেপ্টেম্বর ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সুরগৃহ’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো মনোজ্ঞ নজরুলসংগীত সন্ধ্যা।

অনুষ্ঠানে দেশের প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল তরুণ প্রজন্মের প্রায় ২০ জন শিল্পী তিন ঘণ্টাব্যাপী কাজী নজরুলের বিভিন্ন অঙ্গের গান পরিবেশনের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- সুমন চৌধুরী, শহীদ কবির পলাশ, রতন কুমার সাহা, রেজাউল করিম, আশীষ কুমার শীল, অরুন চৌধুরী, শুদ্ধতা সাহা, প্রফেসর ড. বিশ্বজিৎ কুমার বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরগৃহের কর্ণধার রতন কুমার সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন চৌধুরী, গোলাম ফারুক, শহীদ কবির পলাশ (সাধারণ সম্পাদক, নজরুলসংগীত শিল্পী পরিষদ), প্রফেসর ড. বিশ্বজিৎ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি শিল্পী তার পরিবেশনার মাধ্যমে প্রাণের কবিকে স্মরণ করেন এবং উপস্থিত শিল্পী ও শ্রোতাবৃন্দ জাতীয় কবির সৃষ্টিকর্মের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সুরগৃহের কর্ণধার রতন কুমার সাহা ও পরিকল্পক অরুন চৌধুরী আজকের প্রত্যাশাকে জানান, সুরগৃহ মূলত নজরুলসংগীতের পাশাপাশি বিশ্বব্যাপী শুদ্ধ বাংলা গানকে ধারণ, প্রচার, প্রসারের মাধ্যমে দেশীয় সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

এসি/ওআ/আপ্র/১২/১০/২০২৫