ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় ঐক্য গড়ে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে

  • আপডেট সময় : ০৭:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

ফকির হাসান, বাগেরহাট : আগামী নির্বাচনে দেশ থেকে ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে কবর দিতে হবে। এর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে হবে। এখন জাতীয় ঐক্যমতের বিকল্প নেই। পুলিশ , নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সংস্কার করে জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে এই মাটিতে। দেড় যুগ পরে প্রকাশ্যে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে দলের সেক্রেটারী জেলারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার দলীয় নেতা কর্মীদের প্রতি এই আহবান জানান। বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে জুময়াবার সকালে এই সম্মেলন শুরু হয়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুহাদ্দিস আব্দুল খালেক, মাও আবুল কালাম আজাদ, মাষ্টার শফিকুল আলম, অধ্যক্ষ মাও মশিউর রহমান, শেখ মুহাম্মদ ইউনুস, এ্যাড মাও আব্দুল ওয়াদূদ, মঞ্জুরুল হক রাহাদ, অধ্যক্ষ আব্দুল আলিম প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেছেন, সমাজ পরিবর্তনের মহান দায়িত্ব নিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কাজ করতে হবে। আগামী নির্বাচন হবে জামায়াত কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের ছাত্র-জনতার যে আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেয়েছে। সে ফ্যাসিবাদ মুক্ত দেশের বিনির্মান ও দৃঢতা ঠিক রাখার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। উপদেষ্টা পরিষদের নিয়োগের ব্যাপারে গোলাম পরওয়ার বলেন, গণ আকাঙ্খার চাহিদা অনুযায়ী আপনাদের সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই গণ আকাঙ্খাকে প্রধান্য দিয়ে কাজ করতে হবে। আলেম- ওলামাদের বিপক্ষে অবস্থান নেওয়া ফ্যাসিবাদের সহযোগীদের উপদেষ্টা পরিষদে স্থান না দেওয়ার জন্য তিনি সরকার প্রধানের নিকট দাবী জানিয়েছেন। ফ্যাসিবাদের সহয়োগী দেশের অধিকাংশ প্রশাসনিক কর্মকর্তাদের রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিচার, প্রশাসন, নির্বাচন কমিশন ও সংবিধানের সংষ্কারসহ ৬ টি স্তরে সংষ্কারের যৌক্তিক সময়ের পর একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তিনি দেশে ১১ থেকে ১২ লাখ কর্মকর্তাদের অধিকাংশ পরিবর্তনের পর দেশ ফ্যাসিবাদি জ্বর মুক্ত হবে বলে দাবী করেন। সম্মেলনের শুরুতে বাগেরহাটের নতুন সেশনের জেলা আমীরের শপথ বাক্য পাঠ করান।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাতীয় ঐক্য গড়ে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে

আপডেট সময় : ০৭:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ফকির হাসান, বাগেরহাট : আগামী নির্বাচনে দেশ থেকে ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে কবর দিতে হবে। এর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে হবে। এখন জাতীয় ঐক্যমতের বিকল্প নেই। পুলিশ , নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সংস্কার করে জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে এই মাটিতে। দেড় যুগ পরে প্রকাশ্যে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে দলের সেক্রেটারী জেলারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার দলীয় নেতা কর্মীদের প্রতি এই আহবান জানান। বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে জুময়াবার সকালে এই সম্মেলন শুরু হয়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুহাদ্দিস আব্দুল খালেক, মাও আবুল কালাম আজাদ, মাষ্টার শফিকুল আলম, অধ্যক্ষ মাও মশিউর রহমান, শেখ মুহাম্মদ ইউনুস, এ্যাড মাও আব্দুল ওয়াদূদ, মঞ্জুরুল হক রাহাদ, অধ্যক্ষ আব্দুল আলিম প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেছেন, সমাজ পরিবর্তনের মহান দায়িত্ব নিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কাজ করতে হবে। আগামী নির্বাচন হবে জামায়াত কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের ছাত্র-জনতার যে আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেয়েছে। সে ফ্যাসিবাদ মুক্ত দেশের বিনির্মান ও দৃঢতা ঠিক রাখার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। উপদেষ্টা পরিষদের নিয়োগের ব্যাপারে গোলাম পরওয়ার বলেন, গণ আকাঙ্খার চাহিদা অনুযায়ী আপনাদের সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই গণ আকাঙ্খাকে প্রধান্য দিয়ে কাজ করতে হবে। আলেম- ওলামাদের বিপক্ষে অবস্থান নেওয়া ফ্যাসিবাদের সহযোগীদের উপদেষ্টা পরিষদে স্থান না দেওয়ার জন্য তিনি সরকার প্রধানের নিকট দাবী জানিয়েছেন। ফ্যাসিবাদের সহয়োগী দেশের অধিকাংশ প্রশাসনিক কর্মকর্তাদের রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিচার, প্রশাসন, নির্বাচন কমিশন ও সংবিধানের সংষ্কারসহ ৬ টি স্তরে সংষ্কারের যৌক্তিক সময়ের পর একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তিনি দেশে ১১ থেকে ১২ লাখ কর্মকর্তাদের অধিকাংশ পরিবর্তনের পর দেশ ফ্যাসিবাদি জ্বর মুক্ত হবে বলে দাবী করেন। সম্মেলনের শুরুতে বাগেরহাটের নতুন সেশনের জেলা আমীরের শপথ বাক্য পাঠ করান।