ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

জাতিসংঘ স্থায়ী মিশনে বঙ্গবন্ধু লাউঞ্জ

  • আপডেট সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : জাতিসংঘ স্থায়ী মিশনে বঙ্গবন্ধু লাউঞ্জ স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুন) নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই লাউঞ্জের উদ্বোধন করেন।
স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই লাউঞ্জে জাতির পিতার ওপর বিভিন্ন বই ও প্রদর্শনী সামগ্রী প্রামাণ্যচিত্র ও গ্রাফিক্যাল ডিসপ্লে মাধ্যমে তুলে ধরা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয় সেখানে। এর উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বহুপাক্ষিকতাবাদ, বিশেষ করে জাতিসংঘের প্রতি জাতির পিতার যে গভীর আস্থা ও বিশ্বাস ছিল, বঙ্গবন্ধু লাউঞ্জের সংগ্রহ যেন তা-ই ফুটিয়ে তুলেছে।’ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতেমা বলেন, ‘গতবছর লাউঞ্জ স্থাপনের কাজ শেষ হলেও কোভিড-১৯ জনিত কারণে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা সম্ভব হয়নি।’
এদিকে, সোমবার বিকালে জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি অস্কার এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আলোচনাকালে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের প্রতীক বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পরিবহনে বাংলাদেশ বিমানকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করার জন্য তাঁকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ স্থায়ী মিশনে বঙ্গবন্ধু লাউঞ্জ

আপডেট সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

প্রত্যাশা ডেস্ক : জাতিসংঘ স্থায়ী মিশনে বঙ্গবন্ধু লাউঞ্জ স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুন) নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই লাউঞ্জের উদ্বোধন করেন।
স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই লাউঞ্জে জাতির পিতার ওপর বিভিন্ন বই ও প্রদর্শনী সামগ্রী প্রামাণ্যচিত্র ও গ্রাফিক্যাল ডিসপ্লে মাধ্যমে তুলে ধরা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয় সেখানে। এর উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বহুপাক্ষিকতাবাদ, বিশেষ করে জাতিসংঘের প্রতি জাতির পিতার যে গভীর আস্থা ও বিশ্বাস ছিল, বঙ্গবন্ধু লাউঞ্জের সংগ্রহ যেন তা-ই ফুটিয়ে তুলেছে।’ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতেমা বলেন, ‘গতবছর লাউঞ্জ স্থাপনের কাজ শেষ হলেও কোভিড-১৯ জনিত কারণে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা সম্ভব হয়নি।’
এদিকে, সোমবার বিকালে জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি অস্কার এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আলোচনাকালে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের প্রতীক বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পরিবহনে বাংলাদেশ বিমানকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করার জন্য তাঁকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।