নিজস্ব প্রতিবেদক : অস্ট্রিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ আব্দুল মুহিতকে জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি করে পাঠাচ্ছে সরকার।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউ ইয়র্কে রাষ্ট্রদূত রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হচ্ছেন পেশাদার এই কূটনীতিক। স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (এসআইডিএস) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসাবে সম্প্রতি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন কূটনীতিক রাবাব ফাতিমা। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা মুহিত ভিয়েনায় বাংলাদেশ মিশনের পাশাপাশি সেখানকার জাতিসংঘ মিশনগুলোতে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছিলেন। একইসঙ্গে, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বাংলাদেশের অনিবাসী রাষ্ট্রদূত হিসাবেও দায়িত্ব সামলেছেন তিনি। ভিয়েনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আগে ডেনমার্কে রাষ্ট্রদূত ছিলেন মুহিত। ওই সময়ে এস্তোনিয়া ও আইসল্যান্ডে বাংলাদেশের অনিবাসী রাষ্ট্রদূতের দায়িত্বও ছিল তার কাঁধে। ২৯ বছরের কূটনৈতিক ক্যারিয়ারে কুয়েত, রোম, দোহা এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন মুহিত। এক সময় নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে কাউন্সেলর পদেও কাজের অভিজ্ঞতা আছে তার। একটি বেসরকারি ব্যাংকে কর্মজীবন শুরু করা মুহিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকসহ বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী এই কূটনীতিক কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবি ভাষায় ডিপ্লোমা করেন।
জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি মুহিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ