আল-জাজিরা : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইউক্রেনে রুশ হামলার কড়া সমালোচনা জানিয়েছে জার্মানি এবং ফ্রান্স। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ‘‘ইউক্রেনে সামরিক আগ্রাসন পরিচালনায় রাশিয়ার হামলার কোনো ভিত্তি নেই। এটি সাম্রাজ্যবাদ।‘’ তার মতে, পুতিনের এ সিদ্ধান্ত শুধুমাত্র ইউরোপেই বিপর্যয় নিয়ে আসবে না। বরং বিশ্বে রুল-বেজড অর্ডার বজায়ে প্রভাব রাখবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, ইউক্রেনে রুশ হামলায় রাশিয়ার নিন্দা জানানোর ক্ষেত্রে কোনো দেশের নিরপেক্ষ থাকা উচিত নয়। যারা বর্তমানে নিশ্চুপ রয়েছে, তারা নতুন একটি সাম্রাজ্যবাদ গড়ে ওঠার উঠার ক্ষেত্রে সহায়তা করছে। অন্যদিকে কাতার, সেনেগাল এবং তুরস্ক দ্রুত শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে। আর ইউক্রেনে মস্কোর নৃশংসতার বিচারের দাবিতে একটি যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে লিথুয়ানিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। চলতি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাত মাস হয়েছে। রাশিয়ার সামরিক অভিযানের পর জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছিল। তখন ১৪০টি দেশ রুশ হামলার নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে ইউক্রেনের ভূখ- থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। যদিও ৩০ টির বেশি দেশ রাশিয়ার সমালোচনা থেকে বিরত ছিল। এদের মধ্যে ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাও রয়েছে।