ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

জাতিসংঘের চলমান অধিবেশনে তালেবানের অংশগ্রহণের খায়েশ ভেস্তে গেল

  • আপডেট সময় : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবান। তবে তাদের সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। তালেবানের অংশগ্রহণ ছাড়াই স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনের সমাপ্তি ঘটছে।
গত ১৫ আগস্ট কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। চলতি মাসের শুরুর দিকে কট্টরপন্থীদের নিয়ে দেশটিতে সরকার গঠন করে তারা। এরপর তারা জাতিসংঘের মতো মঞ্চ থেকে স্বীকৃতি পেতে উদ্যোগী হয়। ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে জাতিসংঘকে একটি চিঠি দেয় তালেবান।
জাতিসংঘকে দেওয়া চিঠিতে তালেবান বলে, ক্ষমতাচ্যুত আফগান সরকার-নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে সরিয়ে দেওয়া হয়েছে। ইসাকজাই আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না। তাঁর জায়গায় সুহাইল শাহিনকে তারা স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছে। সুহাইল তালেবানের অন্যতম মুখপাত্র।
গতকাল সোমবার তালেবানের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে এবারের অধিবেশনে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে অংশ নেওয়ার সুযোগ দিতে আবেদন জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে বা কারা যোগ দিতে পারবে, তা নির্ধারণ করে সংস্থার নয় সদস্যের ক্রিডেনশিয়াল কমিটি। এই কমিটিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন রয়েছে। এ ব্যাপারে কমিটির একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি বলে জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন। ফলে জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে তালেবানের অংশ নেওয়ার খায়েশ ভেস্তে গেছে।
এক কূটনীতিক এএফপিকে জানান, জাতিসংঘের কাছে আবেদন পাঠাতে অনেক দেরি করে ফেলেছে তালেবান। এ কারণে গোলাম ইসাকজাইয়ের এই অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ বহাল থাকে। তিনি এখনো জাতিসংঘ স্বীকৃত আফগান প্রতিনিধি। অধিবেশনের শেষ দিনে ইসাকজাই অংশ নিয়ে বক্তব্য দিলে তা তালেবানের জন্য বিব্রতকর হতে পারে। তিনি তালেবানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করার দাবি তুলতে পারেন। ৯ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি একই দাবি তুলেছিলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে ইতিমধ্যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভাষণ দিয়েছেন। আফগানিস্তান, মিয়ানমার ও গিনির প্রতিনিধিদের ভাষণের মধ্যে দিয়ে আজ এই অধিবেশন শেষ হওয়ার কথা। তবে এদিন মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন অধিবেশনে বক্তব্য রাখতে পারছেন না। এ ব্যাপারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।
মিয়ানমারে গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর কিয়াও মোয়ে তুনকে বরখাস্ত করে দেশটির জান্তা সরকার। তাঁর স্থলে একজন সাবেক জেনারেলকে নিয়োগ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাতিসংঘের চলমান অধিবেশনে তালেবানের অংশগ্রহণের খায়েশ ভেস্তে গেল

আপডেট সময় : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবান। তবে তাদের সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। তালেবানের অংশগ্রহণ ছাড়াই স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনের সমাপ্তি ঘটছে।
গত ১৫ আগস্ট কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। চলতি মাসের শুরুর দিকে কট্টরপন্থীদের নিয়ে দেশটিতে সরকার গঠন করে তারা। এরপর তারা জাতিসংঘের মতো মঞ্চ থেকে স্বীকৃতি পেতে উদ্যোগী হয়। ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে জাতিসংঘকে একটি চিঠি দেয় তালেবান।
জাতিসংঘকে দেওয়া চিঠিতে তালেবান বলে, ক্ষমতাচ্যুত আফগান সরকার-নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে সরিয়ে দেওয়া হয়েছে। ইসাকজাই আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না। তাঁর জায়গায় সুহাইল শাহিনকে তারা স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছে। সুহাইল তালেবানের অন্যতম মুখপাত্র।
গতকাল সোমবার তালেবানের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে এবারের অধিবেশনে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে অংশ নেওয়ার সুযোগ দিতে আবেদন জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে বা কারা যোগ দিতে পারবে, তা নির্ধারণ করে সংস্থার নয় সদস্যের ক্রিডেনশিয়াল কমিটি। এই কমিটিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন রয়েছে। এ ব্যাপারে কমিটির একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি বলে জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন। ফলে জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে তালেবানের অংশ নেওয়ার খায়েশ ভেস্তে গেছে।
এক কূটনীতিক এএফপিকে জানান, জাতিসংঘের কাছে আবেদন পাঠাতে অনেক দেরি করে ফেলেছে তালেবান। এ কারণে গোলাম ইসাকজাইয়ের এই অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ বহাল থাকে। তিনি এখনো জাতিসংঘ স্বীকৃত আফগান প্রতিনিধি। অধিবেশনের শেষ দিনে ইসাকজাই অংশ নিয়ে বক্তব্য দিলে তা তালেবানের জন্য বিব্রতকর হতে পারে। তিনি তালেবানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করার দাবি তুলতে পারেন। ৯ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি একই দাবি তুলেছিলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে ইতিমধ্যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভাষণ দিয়েছেন। আফগানিস্তান, মিয়ানমার ও গিনির প্রতিনিধিদের ভাষণের মধ্যে দিয়ে আজ এই অধিবেশন শেষ হওয়ার কথা। তবে এদিন মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন অধিবেশনে বক্তব্য রাখতে পারছেন না। এ ব্যাপারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।
মিয়ানমারে গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর কিয়াও মোয়ে তুনকে বরখাস্ত করে দেশটির জান্তা সরকার। তাঁর স্থলে একজন সাবেক জেনারেলকে নিয়োগ