ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

জাতিসংঘের অফিস স্থাপনের প্রতিবাদে জুমার পর বিক্ষোভ

  • আপডেট সময় : ০৯:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস স্থাপনের সিদ্ধান্ত এবং বিগত সরকারের মতো ইসলামপন্থীদের ‘জঙ্গি’ তকমা দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। তারা জাতিসংঘের মানবাধিকার অফিস দেশে ইসলামী মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশে করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। একই স্থান থেকে মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে ইন্তিফাদা বাংলাদেশ। অস্থায়ী মঞ্চে উপস্থিত হয়ে আলেম সমাজের প্রতিনিধিরা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বিগত হাসিনা সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মানুষদের আবেগ-অনুভূতির অবমূল্যায়ন করেছিল। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারও সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেন তারা। এ সময় ইসলামী বক্তা ও লেখকদের ‘জঙ্গি’ তকমা দিয়ে মামলার প্রতিবাদ করেন সমাবেশের বক্তারা।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাতিসংঘের অফিস স্থাপনের প্রতিবাদে জুমার পর বিক্ষোভ

আপডেট সময় : ০৯:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস স্থাপনের সিদ্ধান্ত এবং বিগত সরকারের মতো ইসলামপন্থীদের ‘জঙ্গি’ তকমা দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। তারা জাতিসংঘের মানবাধিকার অফিস দেশে ইসলামী মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশে করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। একই স্থান থেকে মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে ইন্তিফাদা বাংলাদেশ। অস্থায়ী মঞ্চে উপস্থিত হয়ে আলেম সমাজের প্রতিনিধিরা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বিগত হাসিনা সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মানুষদের আবেগ-অনুভূতির অবমূল্যায়ন করেছিল। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারও সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেন তারা। এ সময় ইসলামী বক্তা ও লেখকদের ‘জঙ্গি’ তকমা দিয়ে মামলার প্রতিবাদ করেন সমাবেশের বক্তারা।

আজকের প্রত্যাশা/কেএমএএ