ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

জাইমাকে নিয়ে মন্তব্য: মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

  • আপডেট সময় : ১২:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে ‘কুরুচিপূর্ণ, অশ্লীল ও বিদ্বেষমূলক’ মন্তব্য করার অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন বিএনপিপন্থি একজন আইনজীবী।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী গতকাল রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলার আবেদন করেন। তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, “আজকে মামলা ফাইলিং হয়েছে। তবে বিচারক ছুটিতে থাকায় আগামীকাল শুনানি হতে পারে।”
মামলার আর্জিতে মুরাদ হাসানের পাশাপাশি মহিউদ্দিন হেলাল নাহিদ নামে আরেকজনকে আসামি করা হয়েছে। সেখানে বলা হয়, আসামিরা ফেসবুক লাইভে উদ্দেশ্যমূলকভাবে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ‘অত্যন্ত কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী এবং যে কোনো নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা’ ব্যবহার করেছেন। ফেইসবুক লাইভে মুরাদের ওই বক্তব্য নিয়ে আলোচনার মধ্যেই সম্প্রতি একজন চিত্রনায়িকাকে টেলিফোনে অশালীন মন্তব্য এবং হুমকি দেওয়ার অডিও ফাঁস হলে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে মুরাদ হাসনকে বাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জামালপুর আওয়ামী লীগের পদ থেকেও তাকে সরানো হয়। এ ঘটনায় তুমুল আলোচনার মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন মুরাদ। কিন্তু কানাডা তাকে ফিরিয়ে দেওয়ায় এখন তিনি আরব আমিরাতে প্রবেশের অনুমতির জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন বলে খবর এসেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাইমাকে নিয়ে মন্তব্য: মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট সময় : ১২:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে ‘কুরুচিপূর্ণ, অশ্লীল ও বিদ্বেষমূলক’ মন্তব্য করার অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন বিএনপিপন্থি একজন আইনজীবী।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী গতকাল রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলার আবেদন করেন। তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, “আজকে মামলা ফাইলিং হয়েছে। তবে বিচারক ছুটিতে থাকায় আগামীকাল শুনানি হতে পারে।”
মামলার আর্জিতে মুরাদ হাসানের পাশাপাশি মহিউদ্দিন হেলাল নাহিদ নামে আরেকজনকে আসামি করা হয়েছে। সেখানে বলা হয়, আসামিরা ফেসবুক লাইভে উদ্দেশ্যমূলকভাবে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ‘অত্যন্ত কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী এবং যে কোনো নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা’ ব্যবহার করেছেন। ফেইসবুক লাইভে মুরাদের ওই বক্তব্য নিয়ে আলোচনার মধ্যেই সম্প্রতি একজন চিত্রনায়িকাকে টেলিফোনে অশালীন মন্তব্য এবং হুমকি দেওয়ার অডিও ফাঁস হলে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে মুরাদ হাসনকে বাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জামালপুর আওয়ামী লীগের পদ থেকেও তাকে সরানো হয়। এ ঘটনায় তুমুল আলোচনার মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন মুরাদ। কিন্তু কানাডা তাকে ফিরিয়ে দেওয়ায় এখন তিনি আরব আমিরাতে প্রবেশের অনুমতির জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন বলে খবর এসেছে।