ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : ১২:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার বিজয় পাড়ার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। একই সঙ্গে পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাসের পদত্যাগও দাবি করেছেন তারা। গতকাল বৃহস্পতিবার নবীনগর পৌরসভা কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি তোলা হয়। জানা গেছে, পৌরসভার বিজয় পাড়ায় অবস্থিত শত শত পৌরবাসী দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে। সামান্য বৃষ্টি হলেই বিজয়পাড়া সড়কে হাঁটু পানি জমে যায়। দুর্ভোগ পোহাতে হয় ওই এলাকার বাসিন্দাদের। ভুক্তভোগীরা এর প্রতিকার চেয়ে ইতিমধ্যে একাধিকবার পৌর মেয়রের কাছে অনুরোধ করলেও কোনো লাভ হয়নি। নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। ভুক্তভোগীরা জানান, ‘জলাবদ্ধতা নিরসনে মেয়রের উদাসীনতায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। পরে মানববন্ধন থেকে মেয়রের পদত্যাগ দাবি করা হয়। নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস বলেন, ‘বিজয় পাড়ার জলাবদ্ধতা নিরসনে সেখানে পরিকল্পিত ড্রেন নির্মাণ করতে আমি একাধিকবার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বিজয় পাড়া সড়কে অবস্থিত সেখানকার বাড়িওয়ালারা ড্রেনের জন্য পর্যাপ্ত জায়গা না দেওয়ায়, পৌরসভা থেকে বিজয় পাড়ায় ড্রেন তৈরি করতে পারছি না। ‘ মেয়র জানান, ‘ড্রেনের জন্য জায়গা পেলে, শিগগির জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করবো।’

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার বিজয় পাড়ার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। একই সঙ্গে পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাসের পদত্যাগও দাবি করেছেন তারা। গতকাল বৃহস্পতিবার নবীনগর পৌরসভা কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি তোলা হয়। জানা গেছে, পৌরসভার বিজয় পাড়ায় অবস্থিত শত শত পৌরবাসী দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে। সামান্য বৃষ্টি হলেই বিজয়পাড়া সড়কে হাঁটু পানি জমে যায়। দুর্ভোগ পোহাতে হয় ওই এলাকার বাসিন্দাদের। ভুক্তভোগীরা এর প্রতিকার চেয়ে ইতিমধ্যে একাধিকবার পৌর মেয়রের কাছে অনুরোধ করলেও কোনো লাভ হয়নি। নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। ভুক্তভোগীরা জানান, ‘জলাবদ্ধতা নিরসনে মেয়রের উদাসীনতায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। পরে মানববন্ধন থেকে মেয়রের পদত্যাগ দাবি করা হয়। নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস বলেন, ‘বিজয় পাড়ার জলাবদ্ধতা নিরসনে সেখানে পরিকল্পিত ড্রেন নির্মাণ করতে আমি একাধিকবার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বিজয় পাড়া সড়কে অবস্থিত সেখানকার বাড়িওয়ালারা ড্রেনের জন্য পর্যাপ্ত জায়গা না দেওয়ায়, পৌরসভা থেকে বিজয় পাড়ায় ড্রেন তৈরি করতে পারছি না। ‘ মেয়র জানান, ‘ড্রেনের জন্য জায়গা পেলে, শিগগির জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করবো।’