পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল,
বিশাল জলধির এই- যে এতো বিপুল আয়োজন,
তারপরও
করমচার মতো ছোট্ট দুটি চোখের জলের কুঠুরির
কী-বা প্রয়োজন?
দেখার সুখের চেয়েও জল ঝরিয়ে যেন এরা
বেশি সুখ পায়,
অশ্রুর প্রতি বিন্দু শেষে কি হারিয়ে যায়
সিন্ধুর অথৈ ধারায়?
জলাধার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ