আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণ প্রজন্ম কতটা উদ্বিগ্ন এবং বিষয়টি নিয়ে তাদের চিন্তা-ভাবনা ও অনুভূতি কেমন তারই এক বিশদ চিত্র উঠে এসেছে বিশ্বের কয়েকটি দেশে চালানো এক নতুন জরিপ থেকে।
এতে দেখা গেছে, তরুণ-যুবাদের প্রায় ৬০ শতাংশই জলবায়ু পরিবর্তন নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন কিংবা চরম উদ্বেগ বোধ করে।
বিবিসি জানায়, জরিপে অংশ নেওয়া যুব সমাজের প্রতিনিধিদের ৪৫ শতাংশেরও বেশি জন বলেছেন, জলবায়ু নিয়ে তাদের যে অনুভূতি, তা তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং কাজকর্মে নেতিবাচক প্রভাব ফেলছে।
এই তরুণ-যুবাদের তিন-চতুথাংশই ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছে। এমনকী তারা সন্তান নিতেও ভয় পাচ্ছে। সন্তানরা কোন পৃথিবীতে বাঁচবে? এর চেয়ে তাদের না আসাই ভাল বলে মনে করছে যুব সমাজ। জরিপে ১০ জনে ৪ জনকেই জলবায়ু সংকটের কারণে সন্তান নিতে দ্বিধাগ্রস্ত দেখা গেছে। সরকার জলবায়ু পরিবর্তন রোধে যথেষ্ট কাজ করছে না বলেও মনে করে তারা। তাছাড়া, ১৬ থেকে ২৫ বছর বয়সীদের ১০ জনে প্রায় ৬ জনই জলবায়ু পরিবর্তন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তরুণ প্রজন্মের অর্ধেকেরও বেশি (৫৬%) বলেছে, তারা মনে করে মানবতা ধ্বংস হয়ে গেছে।
আর তরুণ সমাজের দুই-তৃতীয়াংশই জলবায়ুর বেহাল অবস্থার জন্য অত্যন্ত উদ্বিগ্ন, দুঃখিত, লজ্জিত, ক্ষুব্ধ, শঙ্কিত ও হতাশ বোধ করে। জলবায়ু পরিবর্তন নিয়ে প্রচুর নেতিবাচক চিন্তা মাথায় সবসময় ভিড় করে থাকার কথা জানিয়েছে অনেকে।
জরিপের ফল প্রকাশ হয়েছে মঙ্গলবার। ১০টি দেশের ১৬ থেকে ২৫ বছর বয়সী ১০,০০০ জনের ওপর জরিপটি চালানো হয়েছে। ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয় অন্য আরও পাঁচ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে এই জরিপ চালিয়েছে। বলা হচ্ছে, জলবায়ু নিয়ে উদ্বেগ এবং তরুণ সমাজের ওপর চালানো এ ধরনের সবচেয়ে বড় জরিপ এটি।
এতে আরও দেখা গেছে, জলবায়ু নিয়ে বিভিন্ন দেশের সরকার ও রাজনীতিবিদদের উদাসীনতা এবং অপ্রতুল ব্যবস্থা গ্রহণ- সবমিলিয়ে তরুণ প্রজন্মের মধ্যে বিশ্বাসঘাতকতার শিকার হওয়া, ব্রাত্য এবং অবহেলিত হওয়ার অনুভূতি জেগে উঠেছে।
তরুণ প্রজন্ম জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী দেশগুলোর সরকারি প্রতিক্রিয়ার নেতিবাচক মূল্যায়ন করছে। সরকারের আশ্বাসে তাদের আস্থা তো আসছেই না বরং তারা মনে করছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তন নিয়ে এই অবিরাম চাপের কারণে তরুণ বয়সীদের মানসিক এবং শারীরিক সমস্যা বেড়ে যাওার ঝুঁকি সৃষ্টি হয়েছে। তাছাড়া,জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাক আরও বেড়ে গেলে মানসিক স্বাস্থ্যেও তার প্রভাব পড়বে। শারীরিক, সামাজিক এবং মানসিকভাবে বেড়ে উঠতে থাকার কারণে বিশেষত তরুণ বয়সীরা জলবায়ু নিয়ে শঙ্কায় পড়ছে বলে জানানো হয়েছে গবেষণা প্রতিবেদনে। বাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এই মানসিক চাপ যুব সমাজের স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার জন্য মোটেই ভাল নয়।
জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণায় নিয়োজিত বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ইথ্রিজি’র গবেষক টম বুর্ক বিবিসি নিউজ-কে বলেন, “তরুণ সমাজের উদ্বিগ্ন হওয়ার পেছনে যুক্তি আছে। তারা যে কেবল গণমাধ্যমে জলবায়ু পরিবর্তন নিয়ে পড়ছে তাই নয়, তারা চোখের সামনে এর ভয়ঙ্কর পরিণতি ঘটতেও দেখছে।”
যেসব দেশে জরিপ চালানো হয়েছে সেগুলো হচ্ছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ব্রাজিল, ভারত, ফিলিপিন্স এবং নাইজেরিয়া। গবেষকরা বলছেন, জলবায়ু নিয়ে তরুণ প্রজন্মের মর্মপীড়া তারা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। এক তরুণের কথায়, “আমি মরতে চাই না। কিন্তু শিশু এবং প্রাণীরা যেখানে অবহেলিত, তেমন একটি জগতে আমি বাঁচতেও চাই না।”
জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগে ছেয়েছে যুব-মন, বলছে জরিপ
জনপ্রিয় সংবাদ