প্রত্যাশা ডেস্ক : জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারি পরবর্তী বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে শনিবার আলোচনায় বসতে যাচ্ছেন বিশ্বের ২০ দেশের রাষ্ট্রপ্রধান। করোনা মহামারির পর এবারই প্রথম মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছেন জি২০ জোটের নেতারা।
আগামীকাল সোমবার থেকে জলবায়ু পরিবর্তন বিষয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে কপ২৬ সম্মেলন। এর আগে রোমে শুরু হতে যাওয়া দুদিনের জি২০ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা কমাতে কার্যকর নীতি নির্ধারণের জন্য চাপ রয়েছে জোটের সদস্যদের ওপর। শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জোটের নেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, আগাম জলবায়ু লক্ষ্যমাত্রার ব্যাপারে অবিশ্বাস দূর করতে জোটকে ‘আরও বেশি উচ্চাভিলাসী হতে হবে এবং আরও বেশি পদক্ষেপ’ নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে রোমে হাজির হয়েছেন। তবে সম্মেলনে হাজির থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকে যোগ দেবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
শীর্ষ সম্মেলনের আয়োজক ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, ‘বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে জি-২০কে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন।’ তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রোম যাওয়ার পথে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা রোমে বা কপ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বন্ধ করতে যাচ্ছি না। আমরা সবচেয়ে বেশি যেটা আশা করতে পারি তা হল এই তাপমাত্রা বৃদ্ধির গতি ধীর করা।’
জলবায়ু পরিবর্তন ও অর্থনীতি পুনরুদ্ধারে শুরু হচ্ছে জি২০ সম্মেলন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ