ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় দরিদ্র দেশগুলো পাবে ৩০০ বিলিয়ন ডলার তহবিল

  • আপডেট সময় : ০৮:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি ও প্রতিরোধের জন্য উন্নয়নশীল দেশগুলোকে ৩০০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ধনী দেশগুলো। আজারবাইজানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে রোববার (২৪ নভেম্বর) এই ঘোষণা দেন দেশগুলোর নেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। এ তহবিল নিয়ে একমত হতে না পারায় দেশগুলোর মধ্যে সমঝোতার জন্য অতিরিক্ত ৩৩ ঘণ্টা ধরে আলোচনা হয়। এর পর প্রস্তাবিত চুক্তিটিতে কিছু পরিবর্তন এনে সেটির চূড়ান্ত অনুমোদন দিতে রাজি হয় দেশগুলো। জাতিসংঘের জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টেইল বলেছেন, ‘কঠিন হলেও অবশেষে আমরা চুক্তিটি করতে পেরেছি।’ তবে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে গত বছর যে আহ্বান জানানো হয়েছিল সে বিষয়ে এবারের সম্মেলনে কোনও চুক্তি করা সম্ভব হয়নি। এবারের সম্মেলনে নতুন যে তহবিলের প্রতিশ্রুতি এসেছে সরকারি মঞ্জুরি ও ব্যাংক-ব্যবসার মতো বেসরকারি খাত থেকে এর অর্থ আসবে। দীর্ঘ আলোচনার পর জলবায়ু তহবিল নিয়ে ধনী দেশগুলো একমত হলেও, এর প্রতিবাদও করেছে কয়েকটি দেশ। এদিকে, ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির পাশাপাশি জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার যে দরকার এ বিষয়েও একমত হয়েছে দেশগুলো।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় দরিদ্র দেশগুলো পাবে ৩০০ বিলিয়ন ডলার তহবিল

আপডেট সময় : ০৮:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক : জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি ও প্রতিরোধের জন্য উন্নয়নশীল দেশগুলোকে ৩০০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ধনী দেশগুলো। আজারবাইজানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে রোববার (২৪ নভেম্বর) এই ঘোষণা দেন দেশগুলোর নেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। এ তহবিল নিয়ে একমত হতে না পারায় দেশগুলোর মধ্যে সমঝোতার জন্য অতিরিক্ত ৩৩ ঘণ্টা ধরে আলোচনা হয়। এর পর প্রস্তাবিত চুক্তিটিতে কিছু পরিবর্তন এনে সেটির চূড়ান্ত অনুমোদন দিতে রাজি হয় দেশগুলো। জাতিসংঘের জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টেইল বলেছেন, ‘কঠিন হলেও অবশেষে আমরা চুক্তিটি করতে পেরেছি।’ তবে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে গত বছর যে আহ্বান জানানো হয়েছিল সে বিষয়ে এবারের সম্মেলনে কোনও চুক্তি করা সম্ভব হয়নি। এবারের সম্মেলনে নতুন যে তহবিলের প্রতিশ্রুতি এসেছে সরকারি মঞ্জুরি ও ব্যাংক-ব্যবসার মতো বেসরকারি খাত থেকে এর অর্থ আসবে। দীর্ঘ আলোচনার পর জলবায়ু তহবিল নিয়ে ধনী দেশগুলো একমত হলেও, এর প্রতিবাদও করেছে কয়েকটি দেশ। এদিকে, ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির পাশাপাশি জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার যে দরকার এ বিষয়েও একমত হয়েছে দেশগুলো।