নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে স্থানীয় জেলেরা। শুক্রবার ভোরে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরের উত্তরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আটকদের কাছ থেকে দুটি ধারালো দা, দুটি লোহার পাত ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ১১ জনের ডাকাতদল তাদের ওপর আক্রমণ করে। পরে ধস্তাধস্তিতে পাঁচ ডাকাত নদীতে পড়ে যায়। এসময় জলদস্যুদের বহন করা বোটটির পাখা নষ্ট হয়ে যাওয়ায় দস্যুরা পালাতে পারেনি।