ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার চলমান সঙ্কট আরও জটিল হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি। তুমুল আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সাধারণ জনগণ এতই ক্ষুব্ধ ছিলেন যে তার প্রাসাদই দখল করে নেন। পরিস্থিতি সামলাতে দেশটিতে জরুরি অবস্থা ও কারফিউ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দেশটির অরাজক পরিস্থিতিতে আসন্ন পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিলেও লঙ্কান ক্রিকেট বোর্ডের ঘোষণায় বোঝা গেলো- বরাবরের মতো ঝামেলাহীন থাকছে দেশটির ক্রিকেট।নির্ধারিত ১৬ জুলাই শুরু হচ্ছে শ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট। শ্রীলঙ্কা এরই মধ্যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বৃহস্পতিবার। করোনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে না পারা তিন ক্রিকেটার দলে ফিরেছেন। তারা হলেন- অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা, পেসার আসিথা ফার্নান্ডো ও স্পিনার জেফরে ভেন্ডারসে। ফেরার সম্ভাবনা রয়েছে পাথুম নিসানকারও। শেষ টেস্টের মাঝ পথে তিনিও করোনায় ছিটকে গেছেন। স্পিন আক্রমণে নেতৃত্ব দেওয়ার কথা বামহাতি প্রবাথ জয়াসুরিয়ার। টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দেওয়া লঙ্কান দলটির নেতৃত্বে থাকছেন দিমুথ করুনারতেœই। তার সঙ্গে ব্যাটিং স্তম্ভ হিসেবে থাকছেন কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ইন ফর্ম দিনেশ চান্ডিমাল।গলে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৬ জুলাই। মাসের শেষ দিকে কলম্বোয় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: দিমুথ করুনারতেœ (অধিনায়ক), পাথুম নিসানকা, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান দিকবেলা, দিনেশ চান্ডিমাল, রামেশ মেন্ডিস, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশানকা, প্রবাথ জয়াসুরিয়া, দুনিথ ওয়েল্লালাগে, জেফরে ভেন্ডারসে।

























