ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

জয়পুরহাটে যুবদল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : ০৯:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিহত ইয়ানূর হোসেন -ছবি সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক যুবদল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান শুক্রবার (৯ জানুয়ারি) বলেন, উপজেলার ঢাকার পাড় এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইয়ানূর হোসেন উপজেলার ছালাখুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় ইয়ানূরের ছোট ভাই আব্দুল মোমিনও আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি হাফিজ বলেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকার পাড়া রাস্তা দিয়ে ইয়ানুর ও মোমেন দুই ভাই বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হমলা করে। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়ানূর নিহত হন। পরে স্থানীয়রা মোমিনকে হাসপাতালে ভর্তি করেন। ওসি বলেন, মসজিদের হিসাব-নিকাশ সংক্রান্ত ঘটনার দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সব বিষয় মাথায় রেখে পুলিশ তদন্ত করছে।

এ ঘটনায় শুক্রবার বিকালে সোহেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার এখনো মামলা করেনি।

সানা/আপ্র/০৯/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জয়পুরহাটে যুবদল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক যুবদল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান শুক্রবার (৯ জানুয়ারি) বলেন, উপজেলার ঢাকার পাড় এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইয়ানূর হোসেন উপজেলার ছালাখুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় ইয়ানূরের ছোট ভাই আব্দুল মোমিনও আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি হাফিজ বলেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকার পাড়া রাস্তা দিয়ে ইয়ানুর ও মোমেন দুই ভাই বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হমলা করে। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়ানূর নিহত হন। পরে স্থানীয়রা মোমিনকে হাসপাতালে ভর্তি করেন। ওসি বলেন, মসজিদের হিসাব-নিকাশ সংক্রান্ত ঘটনার দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সব বিষয় মাথায় রেখে পুলিশ তদন্ত করছে।

এ ঘটনায় শুক্রবার বিকালে সোহেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার এখনো মামলা করেনি।

সানা/আপ্র/০৯/০১/২০২৬