ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টি, নিহত ১১

  • আপডেট সময় : ০১:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক:  ভূমিধস ও প্রবল বৃষ্টিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রিয়াসি ও রামবান জেলায় এক পরিবারের ৭ সদস্যসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট)  রাতে রিয়াসির মাহোরে এলাকার বাদার গ্রামে ভূমিধসের ঘটনায় ৩৮ বছর বয়সী নাজির আহমেদের বাড়ি ধসে পড়ে; পরে কাদা ও জঞ্জালের নিচ থেকে নাজির, তার স্ত্রী ও ৫ সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (৩০ আগস্ট) সকালে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পৃথক এক ঘটনায় রামবান জেলার রাজগড় গ্রামে একটি স্কুলে মেঘভাঙা বৃষ্টির আঘাতের পর সৃষ্ট হঠাৎ বন্যা ও ভূমিধস পাঁচজনকে ভাসিয়ে নেয় ও একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

পরে ওম রাজ, বিদ্যা দেবী, দ্বারকানাথ ও অনামা একজনের মৃতদেহ পাওয়া যায়। আরেকজনের খোঁজে অভিযান চলছে, তার বেঁচে থাকার সম্ভাবনাও ক্ষীণ।

ভারতের জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ড গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বৃষ্টিপাত, হুটহাট প্রবল বৃষ্টি এবং বন্যার সাক্ষী হয়েছে। এরই মধ্যে এসব দুর্যোগ ১৬০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যাদের বেশিরভাগই তীর্থযাত্রী।

বৃষ্টি-বন্যায় বিভিন্ন স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জম্মুর কাটরার সঙ্গে ভারতের অন্যান্য অংশের ট্রেন যোগাযোগ পঞ্চম দিনের মতো স্থগিত রয়েছে। বেশ কয়েকটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অতি গুরুত্বপূর্ণ শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়কও বন্ধ আছে। কাশ্মীরের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই প্রধান সড়কটি কখন খুলে দেওয়া হবে তা বলতে পারছেন না কর্মকর্তারা।

আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে জম্মু বিভাগের সব সরকারি-বেসরকারি স্কুল শনিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। ইন্টারনেট সংযোগ ও সরঞ্জাম সচল থাকলে শিক্ষার্থীদের, বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়া যায় কিনা তা যাচাই করে দেখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ওই অঞ্চলের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে দুই দিনের টানা বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির মাত্রা দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলটি ‘অল্পের জন্য’ বড় ধরনের বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আবদুল্লাহ এ বছরের পরিস্থিতির সঙ্গে ২০১৪ সালের সর্বনাশা বন্যার তুলনা টানেন এবং বলেন, আরও বৃষ্টিপাত হলে জম্মু-কাশ্মীর একই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।

ওআ/আপ্র/২৯/০৮/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টি, নিহত ১১

আপডেট সময় : ০১:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

প্রত্যাশা ডেস্ক:  ভূমিধস ও প্রবল বৃষ্টিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রিয়াসি ও রামবান জেলায় এক পরিবারের ৭ সদস্যসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট)  রাতে রিয়াসির মাহোরে এলাকার বাদার গ্রামে ভূমিধসের ঘটনায় ৩৮ বছর বয়সী নাজির আহমেদের বাড়ি ধসে পড়ে; পরে কাদা ও জঞ্জালের নিচ থেকে নাজির, তার স্ত্রী ও ৫ সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (৩০ আগস্ট) সকালে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পৃথক এক ঘটনায় রামবান জেলার রাজগড় গ্রামে একটি স্কুলে মেঘভাঙা বৃষ্টির আঘাতের পর সৃষ্ট হঠাৎ বন্যা ও ভূমিধস পাঁচজনকে ভাসিয়ে নেয় ও একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

পরে ওম রাজ, বিদ্যা দেবী, দ্বারকানাথ ও অনামা একজনের মৃতদেহ পাওয়া যায়। আরেকজনের খোঁজে অভিযান চলছে, তার বেঁচে থাকার সম্ভাবনাও ক্ষীণ।

ভারতের জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ড গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বৃষ্টিপাত, হুটহাট প্রবল বৃষ্টি এবং বন্যার সাক্ষী হয়েছে। এরই মধ্যে এসব দুর্যোগ ১৬০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যাদের বেশিরভাগই তীর্থযাত্রী।

বৃষ্টি-বন্যায় বিভিন্ন স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জম্মুর কাটরার সঙ্গে ভারতের অন্যান্য অংশের ট্রেন যোগাযোগ পঞ্চম দিনের মতো স্থগিত রয়েছে। বেশ কয়েকটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অতি গুরুত্বপূর্ণ শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়কও বন্ধ আছে। কাশ্মীরের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই প্রধান সড়কটি কখন খুলে দেওয়া হবে তা বলতে পারছেন না কর্মকর্তারা।

আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে জম্মু বিভাগের সব সরকারি-বেসরকারি স্কুল শনিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। ইন্টারনেট সংযোগ ও সরঞ্জাম সচল থাকলে শিক্ষার্থীদের, বিশেষ করে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়া যায় কিনা তা যাচাই করে দেখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ওই অঞ্চলের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে দুই দিনের টানা বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির মাত্রা দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলটি ‘অল্পের জন্য’ বড় ধরনের বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আবদুল্লাহ এ বছরের পরিস্থিতির সঙ্গে ২০১৪ সালের সর্বনাশা বন্যার তুলনা টানেন এবং বলেন, আরও বৃষ্টিপাত হলে জম্মু-কাশ্মীর একই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।

ওআ/আপ্র/২৯/০৮/২০২৫