ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

জম্মু-কাশ্মিরে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

  • আপডেট সময় : ১২:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মিরে কাটরার বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইংরেজি নতুন বছরের শুরুতে গতকাল শনিবার রাত পৌনে তিনটার দিকে এ ঘটনার সূত্রপাত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘বৈষ্ণদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ১৩ জন আহত। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত ২টা ৪৫ নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের দিকে তারা তেড়ে যান। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা।’ এদিকে এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘মাতা বৈষ্ণোদেবী মন্দিরে আকস্মিক দুর্ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবারের শোক জানাই।’ এদিকে মন্দিরে পদদলিত হয়ে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে তাৎক্ষণিক সাহায্যের ঘোষণা দিয়েছে মোদি সরকার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জম্মু-কাশ্মিরে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মিরে কাটরার বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইংরেজি নতুন বছরের শুরুতে গতকাল শনিবার রাত পৌনে তিনটার দিকে এ ঘটনার সূত্রপাত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘বৈষ্ণদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ১৩ জন আহত। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত ২টা ৪৫ নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের দিকে তারা তেড়ে যান। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা।’ এদিকে এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘মাতা বৈষ্ণোদেবী মন্দিরে আকস্মিক দুর্ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবারের শোক জানাই।’ এদিকে মন্দিরে পদদলিত হয়ে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে তাৎক্ষণিক সাহায্যের ঘোষণা দিয়েছে মোদি সরকার।