প্রত্যাশা ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩৭০ ধারা বাতিলের পর রবিবার প্রথমবারের মতো জম্বু-কাশ্মীর সফর করেন। সফরে তিনি জম্মু ও কাশ্মীর, গণতন্ত্র তৃণমূল স্তরে প্রবেশ করেছে বলে মন্তব্য করেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের যুবকদের তাদের পূর্ব পুরুষদের মতো কষ্টের জীবন কাটাতে হবে না বলে আশ্বাস দেন নরেন্দ্র মোদি। একটি ইভেন্টে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি আরও বলেছিলেন, একটি বড় পরিবর্তনকে সামনে রেখে এবারের পঞ্চায়েতি রাজ দিবস জম্মু ও কাশ্মীরে পালিত হচ্ছে। এটা গর্বের বিষয় যে গণতন্ত্র তৃণমূল স্তরে প্রবেশ করেছে। সেজন্যই আমি সারা দেশের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করছি।