এসএইচএম এহসান, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিক পটল গ্রামের মৃত ইলাহী বকস এর ছেলে আব্দুস সাত্তার এর সাথে একই গ্রামের পাশের বাড়ির মৃত আব্দুর রহমান এর ছেলে বাদশা মিয়ার মধ্যে ২ একর জমি নিয়ে ২ বছর যাবৎ আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিল। বিরোধপূর্ণ জমির মধ্যে থেকে আদালতের রায়ে প্রাপ্ত জমি গতকাল শনিবার বাদশা মিয়া জমির সীমানা নির্ধারণ করতে গেলে অপর পক্ষ আব্দুস সাত্তার এর লোকজন বাধা প্রদান করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের আব্দুস আত্তার (৫৫), সুজন মিয়া (৪০), হাতেম আলী (৭০), বাদশা মিয়া (৬০), আলী আকবর ( ৫০), আব্দুল হাই (৫৫), কমলা বেগম (৩০), পারুল বেগম (৪৫), হাছেন আলী (৫৭), মোতালেব হোসেন (৪৫), ভোলা মিয়া (৫২), মাফিজুর রহমান (২৮), মিজানুর রহমান (৩৫), রঞ্জু মিয়া (৩০) বাদশা মিয়া (৬৫), জাহিদুল ইসলাম বাবু (২৫), মিনহাজ (১৮), মিজানুর রহমান (৪০), মমতা বেগম (৩৭) আহত হয়। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।