ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

জমানো সব টাকা বন্যার্তদের জন্য দিলো সাফওয়ান

  • আপডেট সময় : ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : দুই বছর ধরে নিজের প্লাস্টিকের ব্যাংকে জমানো ৫ হাজার ৬৪০ টাকা বন্যার্তদের জন্য দান করে দিলো ছয় বছর বয়সী ছোট্ট শিশু সাফওয়ান।
গতকাল রোববার (২৫ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচে বুথে দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। ছোট্ট সাফওয়ান তার মায়ের সঙ্গে এসে জবি শিক্ষার্থীদের বসানো বুথে শখের জমানো টাকাগুলো দান করেন। বুথে দায়িত্বরত জবি শিক্ষার্থীরা জানান, প্রথম শ্রেণিতে অধ্যয়নরত সাফওয়ান গত দুই বছর ধরে টাকাগুলো জমিয়েছে। তিল তিল করে শখের ব্যাংকে জমানো টাকাগুলো দান করার সময় বুথের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা সাফওয়ান ও তার মায়ের বিস্তারিত পরিচয় জানতে চেয়েছিলেন। কিন্তু সাফওয়ান নিজেই বিস্তারিত পরিচয় দিতে অস্বীকৃতি জানান। এ সময় ত্রাণ সংগ্রহের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাহিন বলেন, সাফওয়ান আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা অনেকে ১ লাখ টাকা ত্রাণ সংগ্রহ করছি। সেখানে ২০-৩০ হাজার টাকা খরচ করে ট্রাক নিয়ে নিজেরা বিতরণে যাচ্ছি। এতে সমন্বহীনতার কারণে অর্থ অপচয় হচ্ছে। কিন্তু সাফওয়ান নিজের নামটাও প্রকাশ করতে চাচ্ছে না। এখনো যারা অর্থ সহায়তা দিতে কৃপণতা দেখাচ্ছে, তাদের জন্য সাফওয়ানের আচরণ থেকে অনেক কিছু শেখার আছে। এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বুথে এসে রুদ্র নন্দী নামে আরেক শিশু তার জন্মদিনের কেকের টাকা বন্যার্তদের জন্য দান করেছিল।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জমানো সব টাকা বন্যার্তদের জন্য দিলো সাফওয়ান

আপডেট সময় : ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

মহানগর প্রতিবেদন : দুই বছর ধরে নিজের প্লাস্টিকের ব্যাংকে জমানো ৫ হাজার ৬৪০ টাকা বন্যার্তদের জন্য দান করে দিলো ছয় বছর বয়সী ছোট্ট শিশু সাফওয়ান।
গতকাল রোববার (২৫ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচে বুথে দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। ছোট্ট সাফওয়ান তার মায়ের সঙ্গে এসে জবি শিক্ষার্থীদের বসানো বুথে শখের জমানো টাকাগুলো দান করেন। বুথে দায়িত্বরত জবি শিক্ষার্থীরা জানান, প্রথম শ্রেণিতে অধ্যয়নরত সাফওয়ান গত দুই বছর ধরে টাকাগুলো জমিয়েছে। তিল তিল করে শখের ব্যাংকে জমানো টাকাগুলো দান করার সময় বুথের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা সাফওয়ান ও তার মায়ের বিস্তারিত পরিচয় জানতে চেয়েছিলেন। কিন্তু সাফওয়ান নিজেই বিস্তারিত পরিচয় দিতে অস্বীকৃতি জানান। এ সময় ত্রাণ সংগ্রহের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাহিন বলেন, সাফওয়ান আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা অনেকে ১ লাখ টাকা ত্রাণ সংগ্রহ করছি। সেখানে ২০-৩০ হাজার টাকা খরচ করে ট্রাক নিয়ে নিজেরা বিতরণে যাচ্ছি। এতে সমন্বহীনতার কারণে অর্থ অপচয় হচ্ছে। কিন্তু সাফওয়ান নিজের নামটাও প্রকাশ করতে চাচ্ছে না। এখনো যারা অর্থ সহায়তা দিতে কৃপণতা দেখাচ্ছে, তাদের জন্য সাফওয়ানের আচরণ থেকে অনেক কিছু শেখার আছে। এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বুথে এসে রুদ্র নন্দী নামে আরেক শিশু তার জন্মদিনের কেকের টাকা বন্যার্তদের জন্য দান করেছিল।