ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

জমলো না ম্যানচেস্টার ডার্বি

  • আপডেট সময় : ০৪:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ম্যাড়মেড়ে ম্যানচেস্টার ডার্বিতে জেতেনি কেউ। রোববার প্রিমিয়ার লিগে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফলে চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জনের আশায় একটি বড় ধাক্কা খেয়েছে সিটি। পেপ গার্দিওলার দল এখন ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে, চেলসির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে, আর ইউনাইটেড ৩৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অবস্থান করছে। উভয় দলই কঠিন মৌসুমের মধ্য দিয়ে যাওয়ায়, তারা পরিষ্কার গোলের সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি। বিশেষ করে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধ ছিল একেবারে বিবর্ণ। বিরতির পর খেলা কিছুটা জমে ওঠে এবং সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ ২৫ গজ দূর থেকে একটি দুর্দান্ত শট নেন, যা ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা চমৎকারভাবে রুখে দেন।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ইউনাইটেডের সবচেয়ে ভালো সুযোগটি আসে জোশুয়া জার্কজির থেকে, যিনি ঘুরে দাঁড়িয়ে একটি হাফ-ভলি শট নেন। কিন্তু সিটির গোলরক্ষক এডারসন অসাধারণ দুই হাতে সেই শট ঠেকিয়ে দেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জমলো না ম্যানচেস্টার ডার্বি

আপডেট সময় : ০৪:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: ম্যাড়মেড়ে ম্যানচেস্টার ডার্বিতে জেতেনি কেউ। রোববার প্রিমিয়ার লিগে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফলে চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জনের আশায় একটি বড় ধাক্কা খেয়েছে সিটি। পেপ গার্দিওলার দল এখন ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে, চেলসির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে, আর ইউনাইটেড ৩৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অবস্থান করছে। উভয় দলই কঠিন মৌসুমের মধ্য দিয়ে যাওয়ায়, তারা পরিষ্কার গোলের সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি। বিশেষ করে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধ ছিল একেবারে বিবর্ণ। বিরতির পর খেলা কিছুটা জমে ওঠে এবং সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ ২৫ গজ দূর থেকে একটি দুর্দান্ত শট নেন, যা ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা চমৎকারভাবে রুখে দেন।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ইউনাইটেডের সবচেয়ে ভালো সুযোগটি আসে জোশুয়া জার্কজির থেকে, যিনি ঘুরে দাঁড়িয়ে একটি হাফ-ভলি শট নেন। কিন্তু সিটির গোলরক্ষক এডারসন অসাধারণ দুই হাতে সেই শট ঠেকিয়ে দেন।