ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

জন্ম সনদ মিলেছে, এবার পাসপোর্ট সামিতের স্বপ্ন ছোঁয়ার অপেক্ষা

  • আপডেট সময় : ০৭:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশি বংশোদ্ভুত অনেকেই খেলার আগ্রহ দেখিয়েছেন। এরই ধারাবাহিকতায় কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিত সোম সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। গত ১১ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের আগ্রহ জানিয়ে দেন। এখন জানা গেছে, সামিতের জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে শুরু হচ্ছে তার বাংলাদেশের পাসপোর্ট তৈরির কার্যক্রম। বাফুফের সহ-সভাপতি ও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তা ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা আজ সামিত সোমের জন্ম সনদ হাতে পেয়েছি এবং বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি যেদিন সময় পাবেন, সেদিনই কানাডায় বাংলাদেশ হাই কমিশনে গিয়ে পাসপোর্টের আবেদন করবেন। আমরা হাই কমিশনকে বিষয়টি জানিয়ে রাখব।”
তবে পাসপোর্ট আবেদনের প্রক্রিয়ায় আরও কিছু ধাপ রয়েছে। সামিত বর্তমানে কানাডার এমন একটি শহরে থাকেন, যেটি হাই কমিশনের অবস্থান থেকে অনেক দূরে। ফলে সেখানে যেতে হলে তাকে কোচ ও ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিতে হবে। একই সঙ্গে পাসপোর্ট আবেদন করতে হলে সামিতকে নিজের জন্ম সনদের পাশাপাশি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও হাই কমিশনে জমা দিতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে সামিত বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য বৈধতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছেন। এদিকে আরেকটি বড় খুশির খবর জানিয়েছে বাফুফে। ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। কিউবার মা বাংলাদেশের এবং বাবা জ্যামাইকান, ফলে তার বাংলাদেশের হয়ে খেলার পথও খোলা। বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই প্রতিভাবান ফুটবলারের আগমন ভবিষ্যতে জাতীয় দলের শক্তি বাড়াবে বলেই মনে করছে ফুটবল মহল।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্ম সনদ মিলেছে, এবার পাসপোর্ট সামিতের স্বপ্ন ছোঁয়ার অপেক্ষা

আপডেট সময় : ০৭:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশি বংশোদ্ভুত অনেকেই খেলার আগ্রহ দেখিয়েছেন। এরই ধারাবাহিকতায় কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিত সোম সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। গত ১১ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের আগ্রহ জানিয়ে দেন। এখন জানা গেছে, সামিতের জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে শুরু হচ্ছে তার বাংলাদেশের পাসপোর্ট তৈরির কার্যক্রম। বাফুফের সহ-সভাপতি ও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তা ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা আজ সামিত সোমের জন্ম সনদ হাতে পেয়েছি এবং বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি যেদিন সময় পাবেন, সেদিনই কানাডায় বাংলাদেশ হাই কমিশনে গিয়ে পাসপোর্টের আবেদন করবেন। আমরা হাই কমিশনকে বিষয়টি জানিয়ে রাখব।”
তবে পাসপোর্ট আবেদনের প্রক্রিয়ায় আরও কিছু ধাপ রয়েছে। সামিত বর্তমানে কানাডার এমন একটি শহরে থাকেন, যেটি হাই কমিশনের অবস্থান থেকে অনেক দূরে। ফলে সেখানে যেতে হলে তাকে কোচ ও ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিতে হবে। একই সঙ্গে পাসপোর্ট আবেদন করতে হলে সামিতকে নিজের জন্ম সনদের পাশাপাশি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও হাই কমিশনে জমা দিতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে সামিত বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য বৈধতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছেন। এদিকে আরেকটি বড় খুশির খবর জানিয়েছে বাফুফে। ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। কিউবার মা বাংলাদেশের এবং বাবা জ্যামাইকান, ফলে তার বাংলাদেশের হয়ে খেলার পথও খোলা। বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই প্রতিভাবান ফুটবলারের আগমন ভবিষ্যতে জাতীয় দলের শক্তি বাড়াবে বলেই মনে করছে ফুটবল মহল।