ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

জন্মদিনে ভক্তদের ‘কিং’ ছবিতে চমক দেখাবেন শাহরুখ

  • আপডেট সময় : ১২:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। দীর্ঘ কয়েক মাস ধরে দর্শক ও ভক্তরা ছবিটির প্রতিটি খবরে কৌতূহলী। ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা শাহরুখের ৬০ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের জন্য ‘কিং’-এর পক্ষ থেকে একটি চমক থাকবে। বলিউড সূত্রের খবর, চলচ্চিত্র ‘কিং’ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ছবির নির্মাতা টিম সিদ্ধান্ত নিয়েছে শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বর কিছু বিশেষ উপহার দিতে।

এদিকে সূত্রের তথ্য অনুযায়ী, শুধু ছবির শিরোনামই প্রকাশ করা হবে না বরং শাহরুখ খানের ‘কিং’-এর একটি সংক্ষিপ্ত দৃশ্যও সামনে আনা হতে পারে। নির্মাতারা মনে করছেন, এটি দর্শক ও ভক্তদের জন্য দারুণ চমক হবে এবং ছবির জনপ্রিয়তা আরো বাড়াবে।

চলচ্চিত্রের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে চলমান শিল্প সূত্রের খবর অনুযায়ী, ছবিটি কেন্দ্রীয় চলচ্চিত্র নিয়ন্ত্রণ বোর্ড থেকে অনুমোদন পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

‘কিং’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার কন্যা সুহানা খান। এছাড়াও ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জাইদীপ আহলাওয়াত, অভয় বর্মা, অর্জাদ ওয়ারসি, রাঘব জুয়্যাল, অক্ষয় ওবেরয়, জ্যাকি শ্রফ এবং কিরণবীর মালহোত্রাসহ আরো অনেককে।

এসি/আপ্র/০২/১১/২০২৫

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জন্মদিনে ভক্তদের ‘কিং’ ছবিতে চমক দেখাবেন শাহরুখ

আপডেট সময় : ১২:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। দীর্ঘ কয়েক মাস ধরে দর্শক ও ভক্তরা ছবিটির প্রতিটি খবরে কৌতূহলী। ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা শাহরুখের ৬০ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের জন্য ‘কিং’-এর পক্ষ থেকে একটি চমক থাকবে। বলিউড সূত্রের খবর, চলচ্চিত্র ‘কিং’ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ছবির নির্মাতা টিম সিদ্ধান্ত নিয়েছে শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বর কিছু বিশেষ উপহার দিতে।

এদিকে সূত্রের তথ্য অনুযায়ী, শুধু ছবির শিরোনামই প্রকাশ করা হবে না বরং শাহরুখ খানের ‘কিং’-এর একটি সংক্ষিপ্ত দৃশ্যও সামনে আনা হতে পারে। নির্মাতারা মনে করছেন, এটি দর্শক ও ভক্তদের জন্য দারুণ চমক হবে এবং ছবির জনপ্রিয়তা আরো বাড়াবে।

চলচ্চিত্রের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে চলমান শিল্প সূত্রের খবর অনুযায়ী, ছবিটি কেন্দ্রীয় চলচ্চিত্র নিয়ন্ত্রণ বোর্ড থেকে অনুমোদন পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

‘কিং’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার কন্যা সুহানা খান। এছাড়াও ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জাইদীপ আহলাওয়াত, অভয় বর্মা, অর্জাদ ওয়ারসি, রাঘব জুয়্যাল, অক্ষয় ওবেরয়, জ্যাকি শ্রফ এবং কিরণবীর মালহোত্রাসহ আরো অনেককে।

এসি/আপ্র/০২/১১/২০২৫