ক্রীড়া ডেস্ক : ইন্দরবীর সিং সোধি, সংক্ষেপে ইশ সোধি। নিউজিল্যান্ডের এই লেগস্পিনারের নাম ভারতীয়দের মতো ঠেকছে না? ঠেকবে কেন, আসলে জন্মসূত্রে সে তো ভারতীয়ই। ৩১ অক্টোবর ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম সোধির।
কি এখন তারিখটাও মনে নতুন কোনো প্রশ্নের উদ্রেক ঘটাল না-কি? যদি ঘটায় তবে তার উত্তর হলো, গতকাল নিউজিল্যান্ডের হয়ে জন্মভূমি ভারতের বিপক্ষে নিজের ২৯তম জন্মদিনে খেলতে নেমেছিলেন সোধি। আর দিনটাকে স্মরণীয় করে রাখতে যা-যা করা দরকার ছিল, সবই সুনিপুণভাবে করলেন এই লেগস্পিনার।
গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুটি উইকেট পান সোধি। সেই দুই উইকেট আবার ভারতের দুই ব্যাটিং স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলির। বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটারের উইকেট নেয়া, এরপর দলের বড় জয়। আসলেই তো, সোধি ইশ্বরের কাছে এর চেয়ে বেশি আর কি-ই বা চাইতে পারতেন নিজের জন্মদিনের উপহার হিসাবে।
চার ওভারের বোলিং স্পেলে (৪-০-১৭-২) একটি করে ওয়াইড ও ডাবল রান ছাড়া ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে কোনো বাউন্ডারি হজম করেননি সোধি। নিখুঁত লাইন-লেন্থে আটকে রেখেছিলেন ভারতের রানের চাকা। কিউইদের ৮ উইকেটের জয়ের দিন ম্যাচসেরার পুরস্কারও যায় এই লেগস্পিনার কাছে।
ভারতের ইনিংসের অষ্টম ওভারে বল হাতে নেন সোধি। নিজের প্রথম ওভারে আগে একবার ‘জীবন’ পাওয়া রোহিত শর্মাকে চতুর্থ বলটি হাফ ট্র্যাকার মারলেন সোধি। ভারতীয় সমর্থকরা হয়তো ভেবেছিলেন, অন্যান্যবারের মতো এবারও বলকে গ্যালারিতে আছড়ে ফেলবেন রোহিত। কিন্তু বিধি-বাম! পুল করতে গিয়ে টাইমিংয়ের হেরফের করে ফেললে লং অন থেকে দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ ধরে রোহিতকে ড্রেসিংরুমে পাঠান মার্টিন গাপটিল।
দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও, তৃতীয় ওভারে তার লিগস্পিন বড়শিতে ধরা দেয় ‘বিগ ফিশ’ বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ককে রীতিমতো ফাঁদে ফেলেন সোধি। তার হাওয়ায় ভাসানো লেগব্রেক স্লগ সুইপ করতে যান কোহলি। তবে মিস-টাইমিং, আর বলে চলে যায় লং অনে দাঁড়িয়ে থাকা ট্রেন্ট বোল্টের তালুতে।
টি-টোয়ন্টি ক্রিকেটে কোহলিকে এ নিয়ে তিনবার নিজের শিকার বানালেন সোধি। এই ফরম্যাটে অন্য কোনো বোলারের নেই এমন কৃতিত্ব। এদিকে, বার্থডে বয়দের এই প্রথম উইকেট দিলেন না কোহলি। এর আগে, ২০১৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরাইক শামসিকে উইকেট দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক।
জন্মদিনে জন্মভূমিকে হারালেন সোধি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ