পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কোড়ালিয়া স্পিডবোট ঘাটে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে মৎস্যজীবীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারাৎ হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন। সভায় বক্তারা আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর (২২ দিন) ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ নিষিদ্ধ ও দ- বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।