অর্থ-বাণিজ্য ডেস্ক : জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর রহমান, মো. আসাদুজ্জামান এবং মোঃ কামরুল আহছান, মহাব্যবস্থাপকবৃন্দ ও অন্যান্য নির্বাহী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বর্তমানে ব্যাংকের শ্রেণীকৃত ঋণ নিয়মিতকরণ ও নগদ আদায় বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা দেন।