ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

জনগণের খরচ কমাতে যা করছে বিভিন্ন দেশ

  • আপডেট সময় : ০৯:১৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বিশ্বজুড়ে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। অতিপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খেতে হচ্ছে নি¤œআয়ের মানুষদের। তবে তাদের ওপর এই বাড়তি চাপ কমাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে জ্বালানির দাম কমানো, আর্থিক প্রণোদনা দেওয়া, রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপসহ বহু উদ্যোগ।
যুক্তরাষ্ট্র : মার্কিন সিনেটে সম্প্রতি ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট অব ২০২২’ নামে প্রায় ৪০ লাখ ৮৬ হাজার কোটি টাকার একটি পরিকল্পনা পাস হয়েছে। এতে ওষুধের দাম কমানো, করপোরেট কর বাড়ানো, জ্বালানি সাশ্রয়ে উৎসাহ দিতে আর্থিক প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে।
ব্রাজিল : গত জুলাই মাসে দেশটিতে দুবার পেট্রোলের দাম কমানো হয়। আরও এক দফা কমাতে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোব্রাসকে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো ও সংসদ সদস্যরা।
জার্মানি : জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় চাকরিজীবীদের বেতনের সঙ্গে এককালীন ৩০০ ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। এছাড়া তিন মাসের জন্য পেট্রোল-ডিজেলের কর এবং গণপরিবহনের ভাড়া কমানো হয়েছে।
ফ্রান্স : সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে গত ৩ আগস্ট ১ লাখ ৯৫ হাজার কোটি টাকার প্যাকেজ পাস করেছে ফরাসি পার্লামেন্ট। এতে পেনশনসহ বেশ কিছু কল্যাণমূলক ভাতার পরিমাণ বাড়বে। পাশাপাশি, চাকরিজীবীদের আরও বেশি করমুক্ত বোনাস দিতে কোম্পানিগুলোকে সহায়তা করা হবে।
ইতালি : বিদ্যুৎ ও গ্যাসের খরচ কমাতে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকার সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে ইতালি।
ভারত : অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে গত মে মাসে গম ও চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। দেশটিতে ভোজ্যতেল আমদানিতে করও কমানো হয়েছে।
জাপান : গত এপ্রিলে ৯ লাখ ৭৩ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে জাপান। এর আওতায় গ্যাসোলিনের দাম নিয়ন্ত্রণে রাখতে ভর্তুকি এবং বাচ্চা রয়েছে এমন নি¤œবিত্ত পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। জীবনযাত্রার ব্যয় আরও বাড়লে সহায়তাও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত : মধ্যপ্রাচ্যের দুটি দেশই গত জুলাই মাসে সামাজিক কল্যাণ খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমিরাতে নি¤œআয়ের পরিবারের জন্য আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে। আর সৌদি বাদশাহ সালমান ৫০ হাজার ২৫৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
তুরস্ক : তুরস্কে গত জুলাই মাসে সর্বনি¤œ মজুরি ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে গত বছরের শেষের দিকে সর্বনি¤œ মজুরি বাড়ানো হয়েছিল প্রায় ৫০ শতাংশ। সূত্র: ডয়েচে ভেলে

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনগণের খরচ কমাতে যা করছে বিভিন্ন দেশ

আপডেট সময় : ০৯:১৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২

প্রত্যাশা ডেস্ক : বিশ্বজুড়ে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। অতিপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খেতে হচ্ছে নি¤œআয়ের মানুষদের। তবে তাদের ওপর এই বাড়তি চাপ কমাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে জ্বালানির দাম কমানো, আর্থিক প্রণোদনা দেওয়া, রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপসহ বহু উদ্যোগ।
যুক্তরাষ্ট্র : মার্কিন সিনেটে সম্প্রতি ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট অব ২০২২’ নামে প্রায় ৪০ লাখ ৮৬ হাজার কোটি টাকার একটি পরিকল্পনা পাস হয়েছে। এতে ওষুধের দাম কমানো, করপোরেট কর বাড়ানো, জ্বালানি সাশ্রয়ে উৎসাহ দিতে আর্থিক প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে।
ব্রাজিল : গত জুলাই মাসে দেশটিতে দুবার পেট্রোলের দাম কমানো হয়। আরও এক দফা কমাতে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোব্রাসকে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো ও সংসদ সদস্যরা।
জার্মানি : জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় চাকরিজীবীদের বেতনের সঙ্গে এককালীন ৩০০ ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। এছাড়া তিন মাসের জন্য পেট্রোল-ডিজেলের কর এবং গণপরিবহনের ভাড়া কমানো হয়েছে।
ফ্রান্স : সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে গত ৩ আগস্ট ১ লাখ ৯৫ হাজার কোটি টাকার প্যাকেজ পাস করেছে ফরাসি পার্লামেন্ট। এতে পেনশনসহ বেশ কিছু কল্যাণমূলক ভাতার পরিমাণ বাড়বে। পাশাপাশি, চাকরিজীবীদের আরও বেশি করমুক্ত বোনাস দিতে কোম্পানিগুলোকে সহায়তা করা হবে।
ইতালি : বিদ্যুৎ ও গ্যাসের খরচ কমাতে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকার সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে ইতালি।
ভারত : অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে গত মে মাসে গম ও চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। দেশটিতে ভোজ্যতেল আমদানিতে করও কমানো হয়েছে।
জাপান : গত এপ্রিলে ৯ লাখ ৭৩ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে জাপান। এর আওতায় গ্যাসোলিনের দাম নিয়ন্ত্রণে রাখতে ভর্তুকি এবং বাচ্চা রয়েছে এমন নি¤œবিত্ত পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। জীবনযাত্রার ব্যয় আরও বাড়লে সহায়তাও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত : মধ্যপ্রাচ্যের দুটি দেশই গত জুলাই মাসে সামাজিক কল্যাণ খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমিরাতে নি¤œআয়ের পরিবারের জন্য আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে। আর সৌদি বাদশাহ সালমান ৫০ হাজার ২৫৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
তুরস্ক : তুরস্কে গত জুলাই মাসে সর্বনি¤œ মজুরি ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে গত বছরের শেষের দিকে সর্বনি¤œ মজুরি বাড়ানো হয়েছিল প্রায় ৫০ শতাংশ। সূত্র: ডয়েচে ভেলে