ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

জনগণের আইনজীবী ছিলেন ফজলে রাব্বী মিয়া: মেয়র তাপস

  • আপডেট সময় : ০১:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া জনগণের আইনজীবী ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল সোমবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য, জ্যেষ্ঠ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নামাজে জানাযা শেষে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন। মেয়র তাপস বলেন, ‘অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া আইন অঙ্গনের পথিকৃৎ ছিলেন। তার কাছে এসে কেউ ফিরে যেতো না। তিনি জনগণের আইনজীবী ছিলেন। তিনি কখনো ফি’র জন্য দেনদরবার করতেন না।’ ‘ফজলে রাব্বী মিয়ার মতো গণবান্ধব আইনজীবী ও রাজনীতিবিদ পাওয়া দুষ্কর’ বলে উল্লেখ করে মেয়র বলেন, ‘আইন অঙ্গনে দীর্ঘ পদচারণায় কোনোদিন তাঁর বিরুদ্ধে কেউ টুঁ-শব্দটিও করেনি। সাধারণ মানুষের সঙ্গে তিনি এমনভাবে মিশে যেতেন, তার ফলশ্রুতিতে, তিনি তাঁর এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বারবার নির্বাচিত হয়েছেন। ডেপুটি স্পিকার হয়েছেন। আজকে জানাযাতে আপনারা উপলব্ধি করছেন- সকল স্তরের মানুষ তাঁকে অন্তর দিয়ে ভালোবাসতেন। সুতরাং তাঁর মতো এ রকম জনবান্ধব আইনজীবী ও রাজনীতিবিদ পাওয়া দুষ্কর।’ ডিএসসিসি মেয়র এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। গত ২২ জুলাই স্থানীয় সময় বিকাল ৪টার দিকে যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বী মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনগণের আইনজীবী ছিলেন ফজলে রাব্বী মিয়া: মেয়র তাপস

আপডেট সময় : ০১:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া জনগণের আইনজীবী ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল সোমবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য, জ্যেষ্ঠ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নামাজে জানাযা শেষে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন। মেয়র তাপস বলেন, ‘অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া আইন অঙ্গনের পথিকৃৎ ছিলেন। তার কাছে এসে কেউ ফিরে যেতো না। তিনি জনগণের আইনজীবী ছিলেন। তিনি কখনো ফি’র জন্য দেনদরবার করতেন না।’ ‘ফজলে রাব্বী মিয়ার মতো গণবান্ধব আইনজীবী ও রাজনীতিবিদ পাওয়া দুষ্কর’ বলে উল্লেখ করে মেয়র বলেন, ‘আইন অঙ্গনে দীর্ঘ পদচারণায় কোনোদিন তাঁর বিরুদ্ধে কেউ টুঁ-শব্দটিও করেনি। সাধারণ মানুষের সঙ্গে তিনি এমনভাবে মিশে যেতেন, তার ফলশ্রুতিতে, তিনি তাঁর এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বারবার নির্বাচিত হয়েছেন। ডেপুটি স্পিকার হয়েছেন। আজকে জানাযাতে আপনারা উপলব্ধি করছেন- সকল স্তরের মানুষ তাঁকে অন্তর দিয়ে ভালোবাসতেন। সুতরাং তাঁর মতো এ রকম জনবান্ধব আইনজীবী ও রাজনীতিবিদ পাওয়া দুষ্কর।’ ডিএসসিসি মেয়র এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। গত ২২ জুলাই স্থানীয় সময় বিকাল ৪টার দিকে যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বী মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।