আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গিদের হামলায় ১৮ জন নিহত ও আহত ৮ জন। হাসপাতালে ভর্তি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহতদের সবাই বেসামরিক নাগরিক এবং দেশটির পশ্চিমাঞ্চলে তাদেরকে বহনকারী গাড়িতে সন্ত্রাসীরা হামলা করলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
গত রোববার নাইজারের তিলাবেরি অঞ্চলে পাশ্ববর্তী দেশ মালির সীমান্তের কাছে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি বাসে হামলার ঘটনা ঘটে। গত মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাসৌম ইনদাতৌ বলেন,‘কয়েকটি মোটারসাইকেলে করে এসে সশস্ত্র ডাকাতরা বাসে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশরা।’
সন্ত্রাসীদের হামলায় নিহত ১৮ জনের মধ্যে ১৩ জন স্থানীয় ফোনে গান্দা গ্রামের বাসিন্দা এবং বাকি পাঁচজন তিজে গোরাউ গ্রামের বাসিন্দা। গত বছরের জানুয়ারিতে ওই সশস্ত্র গোষ্ঠীর হামলায় সেখানকার অন্তত ১০০ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। পশ্চিম আফ্রিকার দেশ নাইজার, মালি ও বুরকিনা ফাসোর বেশ কিছু অঞ্চল বিশ্বের অন্যতম দারিদ্র্যপীড়িত দেশ। গত কয়েক বছর যাবত আল-কায়েদাসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সেখানে নিয়মিত হামলা পরিচালনা করছে। এর আগে বুরকিনা ফাসোতে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৬০ জন মারা যায়।
জঙ্গি হামলায় নাইজারে নিহত ১৮
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ