নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪)। তিনি নিষিদ্ধ দল আনসার আল ইসলামের সদস্য বলে পুলিশের ভাষ্য। তার বাড়ি সিলেটে। তাকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি গ্রেপ্তার করেছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন। তিনি গতকাল বুধবার বলেন, “আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় যে মামলা হয়েছে, সে মামলায় ১৪ নম্বর আসামি সে (রাফি)।” রাফিকে কোথা থেকে, গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ।
গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ঝুঁকি থাকেই: ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের নিয়ে ‘ঝুঁকি থেকে যায়’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঝুঁকি এড়াতে সারাদেশে পুলিশ ইউনিট ও বর্ডার নিয়ন্ত্রণে যারা রয়েছেন, তাদের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
ঢাকার চকবাজারে হত্যাকা-ের একটি ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন ডেকেছিল পুলিশ। সেখানে তিন দিন আগে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পুলিশের যুগ্ন কমিশনার বিপ্লব বিজয় বলেন, “যে দুই জঙ্গি পালিয়েছে তাদের ছবি প্রতিটি থানায় পাঠানো হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি পলাতক জঙ্গিদের গ্রেপ্তার করতে।”
তিন ডিআইজি প্রিজন্স, দুই জেল সুপার বদলি : ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদ-প্রাপ্ত জঙ্গি ছিনতাইয়ের ঘটনার প্রেক্ষাপটে কারাগারের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার কর্মস্থল বদলে দেওয়া হয়েছে। ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর হককে বিভাগে বদলি করা হয়েছে রংপুরে। কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে রংপুর থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। আর চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক এ কে এম ফজলুল হককে ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল আজিজকে বদলি করা হয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। রাজশাহী কেন্দ্রীয় কারাগার সামলে আসা জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালাকে পাঠানো হয়েছে কাশিমপুরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ মঙ্গলবার এসব বদলির আদেশ জারি করে।
জঙ্গি ছিনতাইয়ে জড়িত একজন গ্রেপ্তার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ