ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

জঙ্গিরা যত স্মার্টই হোক, র‌্যাব আরও বেশি স্মার্ট: খুরশীদ হোসেন

  • আপডেট সময় : ০১:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব আগের চেয়ে আরও বেশি দক্ষ বলে মন্তব্য করেছেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেন, ‘জঙ্গিরা যত স্মার্টই হোক না কেন, র‌্যাব আরও বেশি স্মার্ট।’
গতকাল সোমবার দুপুরে রাজধানীর বনানী পূজাম-পের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন র‌্যাবের ডিজি। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি রয়েছে কি না, জানতে চাইলে এম খুরশীদ হোসেন বলেন, ‘না, এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। আমরা সাইবার নজরদারি করছি। গোয়েন্দা নজরদারি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি আছে।’
সম্প্রতি ‘হিজরতের’ নামে ৫০ থেকে ৬০ জন তরুণের বাড়ি ছাড়ার তথ্য পাওয়ার কথা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি পূজায় কোনো হুমকি তৈরি করবে কি না, তা জানতে চাওয়া হয় র‌্যাবের ডিজির কাছে। জবাবে তিনি বলেন, ‘জঙ্গিরা যত স্মার্টই হোক না কেন, আমার র‌্যাব আরও বেশি স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই, র‌্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট। ওরা (জঙ্গিরা) যত স্মার্টই হোক, কোনো ধরনের সফলতা পাবে না।’
সবকিছু বিবেচনায় নিয়ে পূজাম-পের নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে বলে উল্লেখ করেন র‌্যাবের ডিজি। তিনি বলেন, ‘যাঁরা ঘর ছেড়েছেন, তাঁদের মনিটরিং করা হচ্ছে। পূজার শেষে কিছুদিনের মধ্যে ভালো কিছু রেজাল্ট আমরা দিতে পারব। আমরা এটা নিয়ে কাজ করছি।’
এম খুরশীদ হোসেন বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব গত ২৫ সেপ্টেম্বর থেকে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজাম-পসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমসহ ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, পূজাম-পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংস্থার বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট যেকোনো পরিস্থিতির জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এ ছাড়া যেকোনো হামলা মোকাবিলায় র‌্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‌্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বার্ন ইউনিটে ৩৩ জন ভর্তি, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

জঙ্গিরা যত স্মার্টই হোক, র‌্যাব আরও বেশি স্মার্ট: খুরশীদ হোসেন

আপডেট সময় : ০১:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব আগের চেয়ে আরও বেশি দক্ষ বলে মন্তব্য করেছেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি বলেন, ‘জঙ্গিরা যত স্মার্টই হোক না কেন, র‌্যাব আরও বেশি স্মার্ট।’
গতকাল সোমবার দুপুরে রাজধানীর বনানী পূজাম-পের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন র‌্যাবের ডিজি। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি রয়েছে কি না, জানতে চাইলে এম খুরশীদ হোসেন বলেন, ‘না, এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। আমরা সাইবার নজরদারি করছি। গোয়েন্দা নজরদারি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি আছে।’
সম্প্রতি ‘হিজরতের’ নামে ৫০ থেকে ৬০ জন তরুণের বাড়ি ছাড়ার তথ্য পাওয়ার কথা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি পূজায় কোনো হুমকি তৈরি করবে কি না, তা জানতে চাওয়া হয় র‌্যাবের ডিজির কাছে। জবাবে তিনি বলেন, ‘জঙ্গিরা যত স্মার্টই হোক না কেন, আমার র‌্যাব আরও বেশি স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই, র‌্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট। ওরা (জঙ্গিরা) যত স্মার্টই হোক, কোনো ধরনের সফলতা পাবে না।’
সবকিছু বিবেচনায় নিয়ে পূজাম-পের নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে বলে উল্লেখ করেন র‌্যাবের ডিজি। তিনি বলেন, ‘যাঁরা ঘর ছেড়েছেন, তাঁদের মনিটরিং করা হচ্ছে। পূজার শেষে কিছুদিনের মধ্যে ভালো কিছু রেজাল্ট আমরা দিতে পারব। আমরা এটা নিয়ে কাজ করছি।’
এম খুরশীদ হোসেন বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব গত ২৫ সেপ্টেম্বর থেকে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজাম-পসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমসহ ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, পূজাম-পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংস্থার বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট যেকোনো পরিস্থিতির জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এ ছাড়া যেকোনো হামলা মোকাবিলায় র‌্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‌্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।