ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬

জকসু নির্বাচন: ভিপি পদে ছাত্রদল এগিয়ে, জিএস ও এজিএসে শিবির

  • আপডেট সময় : ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলমান। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে রয়েছেন। তবে জিএস ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ভোট গণনার পর এ তথ্য জানা যায়।

১৪ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ১ হাজার ৪২৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১ হাজার ৬৭৩ ভোট। এতে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুলের চেয়ে ২৪৯ ভোট বেশি পেয়েছেন ছাত্রদল ও ছাত্রঅধিকার প্যানেলের রাকিব।

অন্যদিকে ১৪ কেন্দ্রের ফলাফলে জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১ হাজার ৫৮৭ ভোট এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন মোট ১ হাজার ৪৬৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ৩৩৭ ভোট।

নির্বাচন কমিশন জানায়, হল সংসদসহ বাকি আরো ২৫টি কেন্দ্রের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।

এসি/আপ্র/০৭/০১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জকসু নির্বাচন: ভিপি পদে ছাত্রদল এগিয়ে, জিএস ও এজিএসে শিবির

আপডেট সময় : ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলমান। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে রয়েছেন। তবে জিএস ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ভোট গণনার পর এ তথ্য জানা যায়।

১৪ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ১ হাজার ৪২৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১ হাজার ৬৭৩ ভোট। এতে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুলের চেয়ে ২৪৯ ভোট বেশি পেয়েছেন ছাত্রদল ও ছাত্রঅধিকার প্যানেলের রাকিব।

অন্যদিকে ১৪ কেন্দ্রের ফলাফলে জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১ হাজার ৫৮৭ ভোট এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন মোট ১ হাজার ৪৬৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ৩৩৭ ভোট।

নির্বাচন কমিশন জানায়, হল সংসদসহ বাকি আরো ২৫টি কেন্দ্রের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।

এসি/আপ্র/০৭/০১/২০২৫