ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

ছয়টি সংস্থার শিশু অধিকার নিশ্চিতে অধিদপ্তর গঠনের প্রস্তাব

  • আপডেট সময় : ০৪:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক: শিশু অধিকার নিশ্চিতের জন্য পৃথক একটি অধিদপ্তরের প্রস্তাব দিয়েছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা ছয়টি শীর্ষ স্থানীয় সংস্থা। শিশুকেন্দ্রিক এসব আন্তর্জাতিক বেসরকারি সংস্থা জয়েনিং ফোর্সেস বাংলাদেশ নামে পরিচিত। সংস্থাগুলো হলো এডুকো বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, তেরে দেস হোমস ফেডারেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ। রাজধানীর গুলশানের একটি হোটেলে সম্প্রতি আয়োজিত ‘বাংলাদেশে শিশু অধিকার: আমরা যেখানে আছি’ শীর্ষক প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে প্রস্তাবটি আসে।
অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ১৮তম জন্মদিনের আগে বিয়ে হয়েছে ৪১ দশমিক ৬ শতাংশ মেয়ের। ১৫ বছর বয়সের আগে বিয়ে হয়েছে ৮ দশমিক ২ শতাংশের। পরিস্থিতির উন্নতির জন্য আইন প্রণয়ন, পর্যাপ্ত বাজেট বরাদ্দসহ আইন, নীতি ও কৌশলগুলোর যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা এবং মনিটরিং জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু একাডেমির মহাপরিচালক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শিশু ও সমন্বয় উইং) তানিয়া খান। এতে স্বাগত বক্তব্য দেন এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড. এনামুল হক। এছাড়া প্রতিবেদন উপস্থাপন করেন গবেষণার টিম লিডার কামরুন্নেসা নাজলি। এ সময় উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশের হেড অব হিউম্যানিট্যারিয়ান রেসপন্স সুমি আক্তার শিউলি, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ডিরেক্টর (চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড রাইটস গভর্ন্যান্স) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

ছয়টি সংস্থার শিশু অধিকার নিশ্চিতে অধিদপ্তর গঠনের প্রস্তাব

আপডেট সময় : ০৪:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

নারী ও শিশু ডেস্ক: শিশু অধিকার নিশ্চিতের জন্য পৃথক একটি অধিদপ্তরের প্রস্তাব দিয়েছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা ছয়টি শীর্ষ স্থানীয় সংস্থা। শিশুকেন্দ্রিক এসব আন্তর্জাতিক বেসরকারি সংস্থা জয়েনিং ফোর্সেস বাংলাদেশ নামে পরিচিত। সংস্থাগুলো হলো এডুকো বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, তেরে দেস হোমস ফেডারেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ। রাজধানীর গুলশানের একটি হোটেলে সম্প্রতি আয়োজিত ‘বাংলাদেশে শিশু অধিকার: আমরা যেখানে আছি’ শীর্ষক প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে প্রস্তাবটি আসে।
অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ১৮তম জন্মদিনের আগে বিয়ে হয়েছে ৪১ দশমিক ৬ শতাংশ মেয়ের। ১৫ বছর বয়সের আগে বিয়ে হয়েছে ৮ দশমিক ২ শতাংশের। পরিস্থিতির উন্নতির জন্য আইন প্রণয়ন, পর্যাপ্ত বাজেট বরাদ্দসহ আইন, নীতি ও কৌশলগুলোর যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা এবং মনিটরিং জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু একাডেমির মহাপরিচালক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শিশু ও সমন্বয় উইং) তানিয়া খান। এতে স্বাগত বক্তব্য দেন এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড. এনামুল হক। এছাড়া প্রতিবেদন উপস্থাপন করেন গবেষণার টিম লিডার কামরুন্নেসা নাজলি। এ সময় উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশের হেড অব হিউম্যানিট্যারিয়ান রেসপন্স সুমি আক্তার শিউলি, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ডিরেক্টর (চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড রাইটস গভর্ন্যান্স) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।