ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

ছ্যাঁকা কেবল তো শুরু, সারাজীবনই দেব: পরীমণি

  • আপডেট সময় : ০৯:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সিনেমা নয়; ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে এ চিত্রনায়িকাকে জড়িয়ে বিনোদন জগতে নতুন গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, শেখ সাদীর সঙ্গে প্রেম করছেন পরী। এমন গুঞ্জনে ‘ঘি ঢাললেন’ পরীমণি নিজেই। ছ্যাঁকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এ নায়িকা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’ প্রকাশের পর সেই গানটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। ক্যাপশনে সাদা রঙের একটি ভালোবাসার ইমোজি দিয়ে তিনি লেখেন—‘দারুণ’। সেই পোস্টের তলায় একজন মজার ছলে মন্তব্য করেন, “এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। ” জবাবে পরীমণি লেখেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব। ’ পরীমণির এমন রসিকতায় মন্তব্যের ঘরে আরও অনেক রিঅ্যাকশন জমা হয়।

শেখ সাদীও পরীমণির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দেন। তবে পরীমনি তাতে সন্তুষ্ট না হয়ে মজা করে পাল্টা মন্তব্য করেন, ‘লাল লাগবে আমার। ’ এটা কি সোশ্যাল মিডিয়ায় পরীমণির রসিকতা নাকি সত্য অভিব্যক্তি তা নিয়ে ভাবনায় পড়েছেন নায়িকার ভক্ত-অনুরাগীরা। সব মিলিয়ে গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন পরী। যদিও শেখ সাদী ও পরীমনি দুজনই কেবল বন্ধুত্ব হিসেবেই বিষয়টি ব্যাখ্যা করেছেন, তবে ভক্তদের মধ্যে কৌতূহল কমছে না। অবশ্য সাদীর গান নিয়ে এটাই প্রথম অনুভূতি প্রকাশ নয় পরীমণির। এ মাসের শুরুতে সাদী প্রকাশ করেন ‘কুফা’ গানটি। সেই গানের জন্যও শুভকামনা জানিয়েছিলেন পরীমনি। লিখেছিলেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে। ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর যথা বিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছ্যাঁকা কেবল তো শুরু, সারাজীবনই দেব: পরীমণি

আপডেট সময় : ০৯:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: সিনেমা নয়; ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে এ চিত্রনায়িকাকে জড়িয়ে বিনোদন জগতে নতুন গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, শেখ সাদীর সঙ্গে প্রেম করছেন পরী। এমন গুঞ্জনে ‘ঘি ঢাললেন’ পরীমণি নিজেই। ছ্যাঁকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এ নায়িকা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’ প্রকাশের পর সেই গানটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। ক্যাপশনে সাদা রঙের একটি ভালোবাসার ইমোজি দিয়ে তিনি লেখেন—‘দারুণ’। সেই পোস্টের তলায় একজন মজার ছলে মন্তব্য করেন, “এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। ” জবাবে পরীমণি লেখেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব। ’ পরীমণির এমন রসিকতায় মন্তব্যের ঘরে আরও অনেক রিঅ্যাকশন জমা হয়।

শেখ সাদীও পরীমণির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দেন। তবে পরীমনি তাতে সন্তুষ্ট না হয়ে মজা করে পাল্টা মন্তব্য করেন, ‘লাল লাগবে আমার। ’ এটা কি সোশ্যাল মিডিয়ায় পরীমণির রসিকতা নাকি সত্য অভিব্যক্তি তা নিয়ে ভাবনায় পড়েছেন নায়িকার ভক্ত-অনুরাগীরা। সব মিলিয়ে গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন পরী। যদিও শেখ সাদী ও পরীমনি দুজনই কেবল বন্ধুত্ব হিসেবেই বিষয়টি ব্যাখ্যা করেছেন, তবে ভক্তদের মধ্যে কৌতূহল কমছে না। অবশ্য সাদীর গান নিয়ে এটাই প্রথম অনুভূতি প্রকাশ নয় পরীমণির। এ মাসের শুরুতে সাদী প্রকাশ করেন ‘কুফা’ গানটি। সেই গানের জন্যও শুভকামনা জানিয়েছিলেন পরীমনি। লিখেছিলেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে। ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর যথা বিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন।