ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ছোট্ট দুই বোনের এক নভেলা

  • আপডেট সময় : ০৯:৩৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

সাহিত্য ডেস্ক : ঢাকার স্কলাস্টিকায় স্ট্যান্ডার্ড ৪-এ অধ্যয়ন করছে ফাইজা শবনম ও বিভা হাবিবা হক। সম্পর্কে তারা চাচাতো বোন। তিন কিশোরীর মহাকাশ ভ্রমণের ওপর গল্প লিখেছে তারা। সাই-ফাই ধরনের নভেলাটির নাম ‘প্রক্সিমা অ্যান্ড দ্য ফোর্থ স্টার’।
গল্পটি ৩০৫৮ সালের। চাং আ নামের এক নারীর তিন সন্তান। তারা হলো ফেই ফেই, মুলান ও লিয়া। চাং আ তাদের প্রক্সিমা নামক একটি স্মার্ট স্পেসশিপে মহাকাশে পাঠিয়ে দেন। ভেবেছিলেন, তারা সেন্টোরাস প্রক্সিমাতে উন্নত জীবনযাপন করতে পারবে। তারপর কী হয়? বাকিটুকু জানতে হলে আপনাকে পড়তে হবে ইংরেজিতে লেখা ‘প্রক্সিমা অ্যান্ড দ্য ফোর্থ স্টার’ বইটি। এক্সক্লুসিভ এই ইবুকটি প্রকাশ করেছে বইঘর।
ফাইজা ও বিভা যৌথ পরিবারের সদস্য হওয়ায় একইসঙ্গে বেড়ে উঠছে। নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ার কারণেই তারা একসঙ্গে বই লিখতে পেরেছে। পরিবারের সঙ্গে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ ঘুরেছে তারা। দেশ, পৃথিবী, মানুষ, প্রাণী বা মহাকাশ— ফাইজা ও বিভার আগ্রহ সবকিছুর প্রতি। বিশেষভাবে রোমাঞ্চকর বিষয়ের প্রতি তারা বেশি আকর্ষণ বোধ করে। এর ফলশ্রুতিতেই তারা লিখেছে রোমাঞ্চকর এই নভেলা।
দেশের অন্যতম ইবুক ও অডিওবুকের প্ল্যাটফর্ম ‘বইঘর’। দেশ-বিদেশের পাঠকদের জন্য এখানে রয়েছে সমকালীন ও ধ্রুপদী সাহিত্যের নানারকম বই। আছে এক্সক্লুসিভ বইও। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে ‘প্রক্সিমা অ্যান্ড দ্য ফোর্থ স্টার’। এর মূল্য ধরা হয়েছে ২০ টাকা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনার মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে ২৭ বিশিষ্ট নারীর স্মারকলিপি

ছোট্ট দুই বোনের এক নভেলা

আপডেট সময় : ০৯:৩৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

সাহিত্য ডেস্ক : ঢাকার স্কলাস্টিকায় স্ট্যান্ডার্ড ৪-এ অধ্যয়ন করছে ফাইজা শবনম ও বিভা হাবিবা হক। সম্পর্কে তারা চাচাতো বোন। তিন কিশোরীর মহাকাশ ভ্রমণের ওপর গল্প লিখেছে তারা। সাই-ফাই ধরনের নভেলাটির নাম ‘প্রক্সিমা অ্যান্ড দ্য ফোর্থ স্টার’।
গল্পটি ৩০৫৮ সালের। চাং আ নামের এক নারীর তিন সন্তান। তারা হলো ফেই ফেই, মুলান ও লিয়া। চাং আ তাদের প্রক্সিমা নামক একটি স্মার্ট স্পেসশিপে মহাকাশে পাঠিয়ে দেন। ভেবেছিলেন, তারা সেন্টোরাস প্রক্সিমাতে উন্নত জীবনযাপন করতে পারবে। তারপর কী হয়? বাকিটুকু জানতে হলে আপনাকে পড়তে হবে ইংরেজিতে লেখা ‘প্রক্সিমা অ্যান্ড দ্য ফোর্থ স্টার’ বইটি। এক্সক্লুসিভ এই ইবুকটি প্রকাশ করেছে বইঘর।
ফাইজা ও বিভা যৌথ পরিবারের সদস্য হওয়ায় একইসঙ্গে বেড়ে উঠছে। নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ার কারণেই তারা একসঙ্গে বই লিখতে পেরেছে। পরিবারের সঙ্গে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ ঘুরেছে তারা। দেশ, পৃথিবী, মানুষ, প্রাণী বা মহাকাশ— ফাইজা ও বিভার আগ্রহ সবকিছুর প্রতি। বিশেষভাবে রোমাঞ্চকর বিষয়ের প্রতি তারা বেশি আকর্ষণ বোধ করে। এর ফলশ্রুতিতেই তারা লিখেছে রোমাঞ্চকর এই নভেলা।
দেশের অন্যতম ইবুক ও অডিওবুকের প্ল্যাটফর্ম ‘বইঘর’। দেশ-বিদেশের পাঠকদের জন্য এখানে রয়েছে সমকালীন ও ধ্রুপদী সাহিত্যের নানারকম বই। আছে এক্সক্লুসিভ বইও। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে ‘প্রক্সিমা অ্যান্ড দ্য ফোর্থ স্টার’। এর মূল্য ধরা হয়েছে ২০ টাকা।