ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ছেলের সঙ্গে খুনসুটিতে নুসরাত, ভালোবাসার ইমোজি দিলেন যশ

  • আপডেট সময় : ০৭:৫১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান কাজের বাইরে বেশিরভাগ সময়টা এখন ছেলের সঙ্গে কাটাতেই পছন্দ করেন। একাধিক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা ছেলের ছবি নেটিজেনদের মাঝে শেয়ার না করেন।

এবার দেখা গেল ভিন্ন বিষয়। ছেলের সঙ্গে খুনসুটিতে মেতেছেন নুসরাত। যেখানে দেখা যাচ্ছে একেবারে ঘরোয়া লুকে নুসরাত। যেখানে তার গায়ের উপর থেকে তীব্র গতিতে ছুটছে গাড়ি।

শুধু ছুটছে বললেও ভুল হবে। কখনো নুসরাতের মাথায় উঠে যাচ্ছে গাড়ি। কখনো আবার গায়ের উপর দিয়ে গাড়ি ছুটছে গতি বাড়িয়ে। অবাক হয়েই নুসরতকে বলতে শোনা গেল, ‘কেন তোমার গাড়ি এভাবে আমার গায়ের উপর দিয়ে ছুটছে?’ অপর প্রান্ত থেকে যদিও কোনো উত্তর এল না।

ভিডিও শেয়ার করে ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘মা ও ছেলের ড্রামা’। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে ‘রক্তবীজ ২’-এর ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’-এর মিউজিক। ছেলে যে বিনা বাধায় বর্ডার ক্রস করছে এ কথা বলাই যায়।

ক্যামেরার সামনে একঝলক আসতে গিয়েও কিছুটা পিছিয়ে গেল ইশান। তাকে দেখার জন্য এদিকে মুখিয়ে দর্শক। সকলেই বলছেন, ‘বাবার মতো এত সুন্দর গাড়ি চালায় ইশান, একঝলক মুখ দেখালে হতো না?’

অভিনেত্রীর ভিডিওতে ভালোবাসার ইমোজি দিয়েছেন যশ দাশগুপ্তও। চারিদিকে যখন তাদের বিয়ে ভাঙা নিয়ে নানা গুঞ্জন, তখন এমন সুন্দর মুহূর্ত নজর কেড়েছে দর্শকের।

এসি/আপ্র/০৫/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব সন্ত্রাস থামছে না, আক্রান্ত ব্যক্তিই হচ্ছেন আসামি

ছেলের সঙ্গে খুনসুটিতে নুসরাত, ভালোবাসার ইমোজি দিলেন যশ

আপডেট সময় : ০৭:৫১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান কাজের বাইরে বেশিরভাগ সময়টা এখন ছেলের সঙ্গে কাটাতেই পছন্দ করেন। একাধিক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা ছেলের ছবি নেটিজেনদের মাঝে শেয়ার না করেন।

এবার দেখা গেল ভিন্ন বিষয়। ছেলের সঙ্গে খুনসুটিতে মেতেছেন নুসরাত। যেখানে দেখা যাচ্ছে একেবারে ঘরোয়া লুকে নুসরাত। যেখানে তার গায়ের উপর থেকে তীব্র গতিতে ছুটছে গাড়ি।

শুধু ছুটছে বললেও ভুল হবে। কখনো নুসরাতের মাথায় উঠে যাচ্ছে গাড়ি। কখনো আবার গায়ের উপর দিয়ে গাড়ি ছুটছে গতি বাড়িয়ে। অবাক হয়েই নুসরতকে বলতে শোনা গেল, ‘কেন তোমার গাড়ি এভাবে আমার গায়ের উপর দিয়ে ছুটছে?’ অপর প্রান্ত থেকে যদিও কোনো উত্তর এল না।

ভিডিও শেয়ার করে ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘মা ও ছেলের ড্রামা’। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে ‘রক্তবীজ ২’-এর ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’-এর মিউজিক। ছেলে যে বিনা বাধায় বর্ডার ক্রস করছে এ কথা বলাই যায়।

ক্যামেরার সামনে একঝলক আসতে গিয়েও কিছুটা পিছিয়ে গেল ইশান। তাকে দেখার জন্য এদিকে মুখিয়ে দর্শক। সকলেই বলছেন, ‘বাবার মতো এত সুন্দর গাড়ি চালায় ইশান, একঝলক মুখ দেখালে হতো না?’

অভিনেত্রীর ভিডিওতে ভালোবাসার ইমোজি দিয়েছেন যশ দাশগুপ্তও। চারিদিকে যখন তাদের বিয়ে ভাঙা নিয়ে নানা গুঞ্জন, তখন এমন সুন্দর মুহূর্ত নজর কেড়েছে দর্শকের।

এসি/আপ্র/০৫/০৯/২০২৫