ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমা থাকার ভুয়া তথ্য দেন মা

  • আপডেট সময় : ০৯:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে শনিবার সংবাদ সম্মেলনে কথা বলেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান -ছবি র‌্যাবের সৌজন্যে সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: ‘পরকীয়া প্রেমিকাকে’ সঙ্গে নিয়ে উড়োজাহাজে করে ছেলের কাঠমান্ডু যাওয়া আটকাতে বোমা থাকার ভুয়া তথ্য জানান সেই ছেলেটির মা। এই বিমানযাত্রা ঠেকানোর পরিকল্পনায় ছিলেন ছেলেটির মা ও তাঁর স্ত্রী। বোমা থাকার ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ওই তিনজন হলেন বোমা থাকার ভুয়া তথ্য জানিয়ে ফোন করা ইমনের মা, স্ত্রী ও ইমনের বন্ধু। শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কাঠমান্ডুগামী একটি উড়োজাহাজে বোমা থাকার হুমকির পর গত শুক্রবার (১১ জুলাই) বিকেলে ওই উড়োজাহাজে ব্যাপক তল্লাশি চালানো হয়। পরে উড়োজাহাজে কোনো বোমা পাওয়া যায়নি। উড়োজাহাজটি নিরাপদে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘ইমন নামের এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সঙ্গে বাংলাদেশের বিমানের একটি এয়ারলাইন্সে করে ঢাকা থেকে নেপালে যাচ্ছিলেন। এটি ইমনের মা এবং তাঁর স্ত্রী জানতে পারেন। ইমনের যাত্রা বন্ধের জন্য তাঁরা প্রচেষ্টা চালান। কিন্তু কোনোভাবে তারা সক্ষম হননি। তখন ইমনের আরেকজন বন্ধু ইমরান পরামর্শ দেয়, যদি বিমানের এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানানো হয়, তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নম্বরে ফোন করেন ইমনের মা।’

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, ‘বোমা থাকার ভুয়া তথ্য জানানোর ঘটনায় জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব। ভুয়া বোমা থাকার ঘটনা জানার পর বিমানে তিন থেকে চার ঘণ্টা বিমানটিতে তল্লাশি চালানো হয়। এ ঘটনায় আমাদের জাতীয় এয়ারলাইনসের এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। পরে দেখা যায়, ঘটনাগুলো ঠিক নয়।’

উড়োজাহাজে বোমা থাকার এমন ভুয়া তথ্য জানালে কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘ভুয়া বোমা থাকার তথ্য দেওয়ার ঘটনা একটি গর্হিত কাজ। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমরা সবাইকে বলব, কেউ যেন কোনোভাবে এমন প্রচেষ্টা না করেন। যদি কেউ এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেন, তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।’

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমা থাকার ভুয়া তথ্য দেন মা

আপডেট সময় : ০৯:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ‘পরকীয়া প্রেমিকাকে’ সঙ্গে নিয়ে উড়োজাহাজে করে ছেলের কাঠমান্ডু যাওয়া আটকাতে বোমা থাকার ভুয়া তথ্য জানান সেই ছেলেটির মা। এই বিমানযাত্রা ঠেকানোর পরিকল্পনায় ছিলেন ছেলেটির মা ও তাঁর স্ত্রী। বোমা থাকার ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ওই তিনজন হলেন বোমা থাকার ভুয়া তথ্য জানিয়ে ফোন করা ইমনের মা, স্ত্রী ও ইমনের বন্ধু। শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কাঠমান্ডুগামী একটি উড়োজাহাজে বোমা থাকার হুমকির পর গত শুক্রবার (১১ জুলাই) বিকেলে ওই উড়োজাহাজে ব্যাপক তল্লাশি চালানো হয়। পরে উড়োজাহাজে কোনো বোমা পাওয়া যায়নি। উড়োজাহাজটি নিরাপদে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘ইমন নামের এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সঙ্গে বাংলাদেশের বিমানের একটি এয়ারলাইন্সে করে ঢাকা থেকে নেপালে যাচ্ছিলেন। এটি ইমনের মা এবং তাঁর স্ত্রী জানতে পারেন। ইমনের যাত্রা বন্ধের জন্য তাঁরা প্রচেষ্টা চালান। কিন্তু কোনোভাবে তারা সক্ষম হননি। তখন ইমনের আরেকজন বন্ধু ইমরান পরামর্শ দেয়, যদি বিমানের এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানানো হয়, তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নম্বরে ফোন করেন ইমনের মা।’

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, ‘বোমা থাকার ভুয়া তথ্য জানানোর ঘটনায় জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব। ভুয়া বোমা থাকার ঘটনা জানার পর বিমানে তিন থেকে চার ঘণ্টা বিমানটিতে তল্লাশি চালানো হয়। এ ঘটনায় আমাদের জাতীয় এয়ারলাইনসের এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। পরে দেখা যায়, ঘটনাগুলো ঠিক নয়।’

উড়োজাহাজে বোমা থাকার এমন ভুয়া তথ্য জানালে কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘ভুয়া বোমা থাকার তথ্য দেওয়ার ঘটনা একটি গর্হিত কাজ। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমরা সবাইকে বলব, কেউ যেন কোনোভাবে এমন প্রচেষ্টা না করেন। যদি কেউ এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেন, তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।’

আজকের প্রত্যাশা/কেএমএএ