ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনিতে নিহত ২

  • আপডেট সময় : ১২:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলায় ইজিবাইকের চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা দুইজনকেই মৃত ঘোষণা করেন। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নওশনদিঘি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের উপশহর ৪নং ব্লকের জুয়েলের ছেলে তারেক (১৭) ও শহরের নিমনগর বালুবাড়ী এলাকার সাব্বিরের ছেলে শুভ মেরাজ (২০)। এই ঘটনায় গুরুতর আহত ইজিবাইকচালককে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে নিহত দুই ছিনতাইকারী একটি ইজিবাইক ভাড়া নিয়ে রামসাগরের পেছনে যান। এ সময় ইজিবাইকচালকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ইজিবাইক চালকের চিৎকারে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ইজিবাইকসহ আটক করে গণধোলাই দেন। রাতেই গুরুতর অবস্থায় অটোচালকসহ তিনজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ছিনতাইকারীকে মৃত ঘোষণা করেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনিতে নিহত ২

আপডেট সময় : ১২:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলায় ইজিবাইকের চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা দুইজনকেই মৃত ঘোষণা করেন। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নওশনদিঘি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের উপশহর ৪নং ব্লকের জুয়েলের ছেলে তারেক (১৭) ও শহরের নিমনগর বালুবাড়ী এলাকার সাব্বিরের ছেলে শুভ মেরাজ (২০)। এই ঘটনায় গুরুতর আহত ইজিবাইকচালককে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে নিহত দুই ছিনতাইকারী একটি ইজিবাইক ভাড়া নিয়ে রামসাগরের পেছনে যান। এ সময় ইজিবাইকচালকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ইজিবাইক চালকের চিৎকারে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ইজিবাইকসহ আটক করে গণধোলাই দেন। রাতেই গুরুতর অবস্থায় অটোচালকসহ তিনজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ছিনতাইকারীকে মৃত ঘোষণা করেন।