ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গোয়াল ঘর থেকে গরু চুরির সময় চোরকে ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে পারভেজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া এলাকায় মেঘনার পাড়ে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া ওই গ্রামের উবায়েদ উল্লাহর ছেলে। জানা গেছে, ছোট ভাই পারভেজকে নিয়ে গরু চোরদের ধরতে এক কিলোমটার দূরে মেঘনার পাড়ে যান হুমায়ূন। সেখানে গিয়ে দেখেন, কয়েকজন জেলেকে মারধর করে বেঁধে রেখেছে। একটু সামনে যেতেই চোর চক্রের ৪-৫ জন লোক পারভেজকে টেনে-হেছড়ে মেঘনার পাড়ে নিয়ে যান। পরে তারা পারভেজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও গরুগুলো ফেলে পালিয়ে যান।