নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটিতে অনেকটাই ফাঁকা ঢাকা। ব্যস্ত নগরী হয়ে পড়েছে শান্ত-নিরিবিলি। নেই যানজটের চিরচেনা রূপ।
সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে বুধবার থেকে শনিবার পর্যন্ত ছুটি রয়েছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। তাই স্বাভাবিক দিনের তুলনায় আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সড়কে গণপরিবহনসহ অন্যান্য গাড়ির সংখ্যা কিছুটা কম।
সকালে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন গণপরিবহন কম থাকায় কিছুটা দুর্ভোগে পড়েছেন তারা। তবে সড়কগুলো অনেকটা ফাঁকা থাকলেও মেট্রোরেলে রয়েছে যাত্রীদের চাপ।
এদিকে সড়কে রিকশা ও অটোরিকশার আনাগোনাও চোখে পড়ার মতো। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য মানুষ এ বাহনগুলোকেই বেছে নিচ্ছেন। তবে যাত্রী কম থাকায় অনেক চালকই অলস সময় পার করছেন। আবার কোথাও কোথাও বিনা অজুহাতে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগও পাওয়া গেছে।
ওআ/আপ্র/০২/১০/২০২৫