ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়

  • আপডেট সময় : ১০:৩৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : উইম্বলডনে টানা চতুর্থ শিরোপা জয়ের অভিযানে দুর্বার গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা। গত ইউএস ওপেনে বিস্ময় জাগিয়ে চ্যাম্পিয়ন হওয়া ব্রিটিশ তারকা এমা রাডুকানুর যাত্রা অবশ্য থেমে গেছে দ্বিতীয় রাউন্ডে।
অল ইংল্যান্ড ক্লাবে সাতবারের চ্যাম্পিয়ন ৩৫ বছর বয়সী জোকোভিচ বুধবার দ্বিতীয় রাউন্ডে জেতেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে।
২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচকে বছরের শুরুতে ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেন না খেলে দেশটি থেকে ফিরতে হয়েছিল। এরপর ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে যান তিনি।
মেয়েদের এককে ফ্রান্সের কেহোলিন গার্সিয়ার কাছে পাত্তাই পাননি রাডুকানু। ২৮ বছর বয়সী গার্সিয়া জেতেন ৬-৩, ৬-৩ গেমে।
টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জেতার পর থেকে গ্র্যান্ড স্ল্যামে টানা দুই ম্যাচ জিততে পারেননি রাডুকানু। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, এবার উইম্বলডন; তিনটি টুর্নামেন্টই দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন ১৯ বছর বয়সী এই খেলোয়াড়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়

আপডেট সময় : ১০:৩৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

ক্রীড়া ডেস্ক : উইম্বলডনে টানা চতুর্থ শিরোপা জয়ের অভিযানে দুর্বার গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা। গত ইউএস ওপেনে বিস্ময় জাগিয়ে চ্যাম্পিয়ন হওয়া ব্রিটিশ তারকা এমা রাডুকানুর যাত্রা অবশ্য থেমে গেছে দ্বিতীয় রাউন্ডে।
অল ইংল্যান্ড ক্লাবে সাতবারের চ্যাম্পিয়ন ৩৫ বছর বয়সী জোকোভিচ বুধবার দ্বিতীয় রাউন্ডে জেতেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে।
২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচকে বছরের শুরুতে ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেন না খেলে দেশটি থেকে ফিরতে হয়েছিল। এরপর ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে যান তিনি।
মেয়েদের এককে ফ্রান্সের কেহোলিন গার্সিয়ার কাছে পাত্তাই পাননি রাডুকানু। ২৮ বছর বয়সী গার্সিয়া জেতেন ৬-৩, ৬-৩ গেমে।
টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জেতার পর থেকে গ্র্যান্ড স্ল্যামে টানা দুই ম্যাচ জিততে পারেননি রাডুকানু। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, এবার উইম্বলডন; তিনটি টুর্নামেন্টই দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন ১৯ বছর বয়সী এই খেলোয়াড়।