ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ছিনতাই-অজ্ঞানপার্টি রোধে বিশেষ অভিযানে ডিএমপি

  • আপডেট সময় : ০২:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির তৎপরতা রোধে বিশেষ অভিযান চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়। ডিএমপি কমিশনার সব ইউনিটকে নির্দেশ দিয়েছেন। ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যদের গ্রেফতারে আমরা বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন ছিনতাইকারীর জন্ম হচ্ছে। করোনা পরিস্থিতির পর ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে আপনারাও অবগত। আমরা সবসময়ই মনিটরিং করছি। সব ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করি। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি রাজধানীর মতিঝিল বিভাগে দুটি মার্ডারের ঘটনা ঘটেছে। একটি চাঞ্চল্যকর মার্ডারের ঘটনায় কিলারকে গ্রেফতার করেছি। আরেকটি ঘটনাও ডিটেক্ট করা হয়েছে। মিরপুরেও দন্ত চিকিৎসক হত্যায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।’ মিরপুরে চিকিৎসক বুলবুল আহমেদকে হত্যায় চারজনকে গ্রেফতার করেছে মিরপুর ডিবি পুলিশ। ছিনতাইয়ে উদ্দেশ্যে পাঁচজন জড়ো হয়ে বুলবুল আহমেদের সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। বুলবুল বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে বুলবুলের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ডিবি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছিনতাই-অজ্ঞানপার্টি রোধে বিশেষ অভিযানে ডিএমপি

আপডেট সময় : ০২:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির তৎপরতা রোধে বিশেষ অভিযান চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়। ডিএমপি কমিশনার সব ইউনিটকে নির্দেশ দিয়েছেন। ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যদের গ্রেফতারে আমরা বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন ছিনতাইকারীর জন্ম হচ্ছে। করোনা পরিস্থিতির পর ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে আপনারাও অবগত। আমরা সবসময়ই মনিটরিং করছি। সব ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করি। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি রাজধানীর মতিঝিল বিভাগে দুটি মার্ডারের ঘটনা ঘটেছে। একটি চাঞ্চল্যকর মার্ডারের ঘটনায় কিলারকে গ্রেফতার করেছি। আরেকটি ঘটনাও ডিটেক্ট করা হয়েছে। মিরপুরেও দন্ত চিকিৎসক হত্যায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।’ মিরপুরে চিকিৎসক বুলবুল আহমেদকে হত্যায় চারজনকে গ্রেফতার করেছে মিরপুর ডিবি পুলিশ। ছিনতাইয়ে উদ্দেশ্যে পাঁচজন জড়ো হয়ে বুলবুল আহমেদের সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। বুলবুল বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে বুলবুলের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ডিবি।