মহানগর প্রতিবেদন : রাজধানীর ধলপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক যুবক (৩০) নিহত হয়েছেন। গতকাল রোববার ভোর রাতে ছুরিকাহত হওয়ার পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ভোর চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক রুবেল মিয়া বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে ধলপুর দিয়ে অটো চালিয়ে যাওয়ার সময় ধলপুর মেইন রোডের পাশে একজন প্যান্ট শার্ট পরা লোক উপুড় হয়ে পড়ে ছিল। পরে তাকে তুলে দেখি তার বুক দিয়ে রক্ত ঝরছে। দেখে মনে হয়, কোনো দুষ্কৃতকারী ছুরি দিয়ে বুকে আঘাত করেছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘তার সঙ্গে একটি কালো ব্যাগ ছিল। কিন্তু তাতে তেমন কিছু ছিল না। শুধু একটি বাসের টিকিট পাওয়া গেছে। টিকিট দেখে বোঝা গেছে তিনি গাইবান্ধার যাত্রী।’ ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ