নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর সানারপাড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. শাহেদ (২৫) নামে এক কাভার্ড ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। তার গলায় ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। তাতে কণ্ঠনালী কেটে গেছে তার।
গত শনিবার (১০ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় শাহেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত শাহেদ নোয়াখালীর রামগতি উপজেলার আলেকজান্ডার গ্রামের শাহ আলমের ছেলে।
আহতের সহকর্মী মো. আলম জানান, রাতের দিকে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানে মাল বোঝাই করে ঢাকার সানারপাড় দিয়ে যাচ্ছিলেন তারা। এ সময় গাড়িটি যানজটে আটকা পড়লে কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে চালক শাহেদের গলায় আঘাত করে। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও একটি বাটন মোবাইল নিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, আহত শাহেদকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি। আলম আরো জানান, প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে শাহেদকে ওটি থেকে বের করা হয়েছে। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, শাহেদের কণ্ঠনালী কেটে গেছে।
বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মধ্যরাতে আহত অবস্থায় কাভার্ড ভ্যান চালককে জরুরি বিভাগে আনা হয়েছিল। বর্তমানে তিনি নাক, কান ও গলা বিভাগের চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ডাটাবেজ বিশ্লেষণ করে ছিনতাইচক্র শনাক্ত করা হচ্ছে: রাজধানীতে ক্রমবর্ধমান ছিনতাই রোধে ডাটাবেজ বিশ্লেষণ করে বিভিন্ন অপরাধীচক্রের নামধাম শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। একই সঙ্গে শনাক্তকৃত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
রোববার (১১ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
নাসিরুল ইসলাম বলেন, ক্রিমিনাল ডাটাবেজ পর্যালোচনার মাধ্যমে আমরা বিভিন্ন ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি। এ চক্রগুলোকে ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে ডিবি ও থানা পুলিশ।
গত তিন মাসে ছিনতাইবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সফলতার কথাও তুলে ধরেন তিনি। ডিবির এ কর্মকর্তা জানান, গত অক্টোবরে ৯৮ জন, নভেম্বরে ১৪৮ জন এবং ডিসেম্বরে ৫৬৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। জানুয়ারির প্রথম ১১ দিনেই আরও ৩৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট স্থাপন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, এসব অপরাধীরা যখন আইনের আওতায় আসবে এবং মামলার মাধ্যমে কারাগারে থাকবে, তখন তাদের কার্যক্রম কমে আসবে। আমরা চাই এই অপরাধ থেকে